Afran Nisho-Tama Mirza: কলকাতায় আফরান নিশো এবং তমা মির্জা! ‘সুড়ঙ্গ’ মুক্তির আগে বিরল ছবি, রইল অ্যালবাম
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Afran Nisho-Tama Mirza: একই ভাষায় কথা বলে বাংলাদেশ ও কলকাতা। সেই দুই অঞ্চলকে মিলিয়ে দিতে ‘সুড়ঙ্গ’কে আনছেন এ দেশে। চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’র সাফল্যের পর কলকাতায় আরও এক বাংলাদেশি ছবির মুক্তি।
advertisement
1/8

বাংলাদেশ থেকে কলকাতা পাড়ি আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’র। বুধবার বিকেলে শহর ঝলমলে করে উঠল ওপার বাংলার তারকাদের উপস্থিতিতে।
advertisement
2/8
বাংলাদেশে ভক্তদের মনে শোরগোল তুলে পশ্চিমবঙ্গেও মুক্তি পেতে চলেছে এই ছবি। এসভিএফ তাঁদের সোশ্যাল মাধ্যমে জানিয়েছে, ‘মাসুদ কত দূর যাবে নিজের ভালবাসা ময়না-র জন্য, প্রথমবার আসছে বড় পর্দায় আফরান নিশো, খুব শীঘ্রই দেখা হবে সিনেমাহলে। পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে।’
advertisement
3/8
গত ২৯ জুন, ইদে বাংলাদেশে মুক্তি পেয়েছে রায়ফান রাফি পরিচালিত এই ছবি। তারপর কলকাতায় মুক্তি পাবে আগামী ২১ জুলাই। এপার বাংলার জল মাপতেই হাজির তমা-আফরানরা।
advertisement
4/8
একই ভাষায় কথা বলে বাংলাদেশ ও কলকাতা। সেই দুই অঞ্চলকে মিলিয়ে দিতে ‘সুড়ঙ্গ’কে আনছেন এ দেশে। চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’র সাফল্যের পর কলকাতায় আরও এক বাংলাদেশি ছবির মুক্তি।
advertisement
5/8
ওপার বাংলার পাশাপাশি এপার বাংলার মানুষ এই প্রথম আফরান নিশোকে বড় পর্দায় দেখার সুযোগ পাবেন। যাঁকে এতদিন বাংলাদেশের নাটক, ওয়েবসিরিজে দেখেছেন মানুষ। এই প্রথম বড় পর্দায় হাতেখড়ি সুপারস্টারের।
advertisement
6/8
একেবারে নতুন লুকে দেখা দিয়েছেন নিশো। বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, ‘‘এত মানুষের ভালবাসা পেয়ে আপ্লুত আমি। বিশেষ করে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাওয়ার পর এত দারুণ সাড়া পেয়েছি যে ভাবা যায় না।’’
advertisement
7/8
এসভিএফ-এর অফিসে নিশোর সঙ্গে দেখা গেল সৃজিত মুখোপাধ্যায়, মীর আফসার আলি, জয়া আহসানকেও। দুই বাংলাদেশের নায়িকার মিলন দেখা গেল কলকাতায়।
advertisement
8/8
তমা অভিনীত চরিত্র ময়নাকে পেতে কত দূর যাবে মাসুদ (নিশো)? এই ‘সুড়ঙ্গ’ কোনদিকে মোড় নেবে তার জীবন? এই ছবিতে সেই উত্তরই দিয়েছেন পরিচালক রায়হান।