TRENDING:

Adrit Roy- Kaushambi Chakraborty: এ কী! এ কী! বিয়ে করে বউকে একেবারে কোলে তুলে নিলেন উচ্ছেবাবু আদৃত... সবার সামনেই কৌশাম্বীকে...

Last Updated:
মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল আদৃত-কৌশাম্বির প্রেম। আর গোটা মিঠাই টিমই হাজির হয়েছিলেন এদিন। ছিলেন তন্বী, দাদা ধ্রুব, ঐন্দ্রিলা, সকলেই।
advertisement
1/11
এ কী! এ কী! বিয়ে করে বউকে একেবারে কোলে তুলে নিলেন উচ্ছেবাবু আদৃত...সবার সামনে..
নতুন বউকে চোখে হারাচ্ছেন আদৃত। কোনওদিন যা করেননি, এবার তাই করে বসলেন। সবার সামনেই বউকে সটাং কোলে তুলে নিলেন সবার প্রিয় উচ্ছেবাবু।
advertisement
2/11
আদুরে ছবিতে আদৃতকে জড়িয়ে কৌশাম্বী। নতুন ছবি দেখে খুশি উপচে পড়ল ভক্তদের। দুজনের যে খুশির অন্ত নেই, তা ছবি দেখেই বোঝা যাচ্ছে।
advertisement
3/11
আগামিকাল ১১মে তাঁদের রিসেপশন। বিয়েতে সাবেকি সাজলেও, রিসেপশনে তাঁরা কী পরবেন এখন সেটাই দেখার।
advertisement
4/11
এক সময় বাংলার ঘরে ঘরে সন্ধে হলেই শোনা যেত একটা গান। সুখে-দুখে মিষ্টি মুখে মিঠাই। আপামর বাঙালিকে একই সঙ্গে হাসিয়েছে আবার কাঁদিয়েওছে এই ধারাবাহিক। মিঠাই এবং উচ্ছেবাবুর প্রেম, এক অতি সাধারণ মেয়ের মুশকিল আসান হয়ে ওঠা, যৌথ পরিবার প্রথা- সবই ছিল মিঠাই ধারাবাহিকের অঙ্গ। এই ধারাবাহিক দিয়েই সৌমিতৃষা কুণ্ডু হয়ে উঠেছিলেন বাঙালির ঘরের মেয়ে। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
5/11
সেই ধারাবাহিকের নায়ক, বাঙালির হার্ট-থ্রব উচ্ছে বাবুরই বিয়ে হয়ে গেল গত ৯ মে। পাত্রী কৌশাম্বী চক্রবর্তী। মিঠাই ধারাবাহিকে আদৃতের দিদিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
6/11
বিয়ের গোটা সাজেই ছিল সাবেকিয়ানার ছোঁয়া। দুপুরে বৃদ্ধিতে লাল-সাদা শাড়ি পরেছিলেন কৌশাম্বী। মুখের আলগা হাসি রূপ বাড়িয়ে দিচ্ছিল আরও। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
7/11
গায়ে হলুদের সকালে হলুদ রঙের শাড়ি পরেছিলেন কৌশাম্বি। সঙ্গে লাল রঙের স্লিভলেস ব্লাউজ। হাতে, গলায়, কানে, মাথায় ফুলের গয়না। চুলে মেসি বান। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
8/11
বিয়ের রাতে আদৃতের পরনে ছিল তসরের পাঞ্জাবি। কৌশাম্বী সেজেছিলেন চিরাচরিত লাল বেনারসিতে। মাথায় লাল ওড়না। গলায় একাধিক সোনার হার। কানে সোনার দুল, নাকে নথ। টোপর মাথায় অপরূপ লাগছিলেন আদৃতও। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
9/11
মালাবদলের সময় দুজনের মুখেই ছিল চওড়া হাসি। প্রেমে যে হাবুডুবু খাচ্ছেন তাঁরা, তা আর বলার অপেক্ষা রাখেনি। মালাবদলের সেই রোম্যান্টিক মুহূর্ত দেখে আবেগে ভেসছেন ভক্তরা। আবার টেনশন ফ্রি বর আদৃতের হাতে চায়ের কাপ দেখে হেসে লুটোপুটি খেয়েছেন ভক্তেরা। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
10/11
মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল আদৃত-কৌশাম্বির প্রেম। আর গোটা মিঠাই টিমই হাজির হয়েছিলেন এদিন। ছিলেন তন্বী, দাদা ধ্রুব, ঐন্দ্রিলা, সকলেই। তবে ছিলেন না শুধু সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
11/11
আদৃত-কৌশাম্বী শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি। তবে টলিপাড়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিলই। গতমাসেই তাঁদের বিয়ের খবর ছড়ায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Adrit Roy- Kaushambi Chakraborty: এ কী! এ কী! বিয়ে করে বউকে একেবারে কোলে তুলে নিলেন উচ্ছেবাবু আদৃত... সবার সামনেই কৌশাম্বীকে...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল