TRENDING:

Adrit-Kaushambi Wedding: 'উচ্ছেবাবু'র বিয়ের দিন এ কী করলেন 'মিঠাই' সৌমিতৃষা! বিয়েতে নিমন্ত্রণ নেই? মন ভাল নেই ভক্তদের

Last Updated:
বিয়ের সকাল থেকে অনেকেরই নজর ছিল সৌমিতৃষার দিকে। সারাটা দিন তিনি কী করেনতা জানতেই উদগ্রীব ছিলেন সকলেই। এদিন দুপুরে তুমুল বৃষ্টিতে ভিজেছে কলকাতা। আর সেই বৃষ্টি মেখে নিলেন সবার আদরের মিঠাই রানি। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
1/13
উচ্ছেবাবুর বিয়ের দিন এ কী করলেন 'মিঠাই' সৌমিতৃষা! বিয়েতে নিমন্ত্রণ নেই?
মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল আদৃত-কৌশাম্বির প্রেম। আর গোটা মিঠাই টিমই হাজির হয়েছিলেন এদিন। ছিলেন তন্বী, দাদা ধ্রুব, ঐন্দ্রিলা, সকলেই। তবে ছিলেন না শুধু সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
2/13
বিয়ের সকাল থেকে অনেকেরই নজর ছিল সৌমিতৃষার দিকে। সারাটা দিন তিনি কী করেনতা জানতেই উদগ্রীব ছিলেন সকলেই। এদিন দুপুরে তুমুল বৃষ্টিতে ভিজেছে কলকাতা। আর সেই বৃষ্টি মেখে নিলেন সবার আদরের মিঠাই রানি। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
3/13
এই বিয়েতে সৌমিতৃষা আদৌ নিমন্ত্রিত ছিলেন কিনা তা কেউ জানে না। তবে মিঠাই পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব কারও অজানা নয়। মিঠাইয়ের কোনও রি-ইউনিয়নে তাঁকে দেখা যায়নি। একাধিক সহ-অভিনেতাকে সমাজমাধ্যম থেকে আনফলো করে দিয়েছেন।
advertisement
4/13
সৌমিতৃষা এখন নতুন ছবি নিয়ে মেতে আছেন। দ্বিতীয় ছবিতে, অভিনেত্রীর নায়ক সৌরভ দাস। সিনেমার নাম '১০-ই জুন'।
advertisement
5/13
অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ক্রিসমাসে বড় পর্দায় আসে ‘প্রধান’। ছবিতে ছিলেন ‘টনিক’-এর হিট জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়। দেখা যায় কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়কে। কাঞ্চন-অম্বরীশ-কনীনিকা সহ বহু খ্যাতনামা তারকা রয়েছেন এই ছবিতে। ছিলেন মমতা শংকরও। নায়িকার ভূমিকায় ছিলেন সৌমিতৃষা৷ অনেকের ধারণা তারপর থেকেই সৌমিতৃষা বদলে গিয়েছেন। তন্বীকে তো ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন নায়িকা, সেই নিয়েও কম জলঘোলা হয়নি।
advertisement
6/13
পয়লা বৈশাখে আদৃতের বাড়িতে বসেছিল আসর। সেখানে দেখা মিলল কৌশিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, লোপামুদ্রা সিনহা, অর্পিতা, তন্বী লাহা রায়, সৌরভ চট্টোপাধ্যায়, বিশ্বাবসু বিশ্বাস, ফাহিম মির্জাদের। ‘আমরা’ লিখে নিজের ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন আদৃত। বাদ শুধু পড়েন মিঠাই নিজেই। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
7/13
এক সময় বাংলার ঘরে ঘরে সন্ধে হলেই শোনা যেত একটা গান। সুখে-দুখে মিষ্টি মুখে মিঠাই। আপামর বাঙালিকে একই সঙ্গে হাসিয়েছে আবার কাঁদিয়েওছে এই ধারাবাহিক। মিঠাই এবং উচ্ছেবাবুর প্রেম, এক অতি সাধারণ মেয়ের মুশকিল আসান হয়ে ওঠা, যৌথ পরিবার প্রথা- সবই ছিল মিঠাই ধারাবাহিকের অঙ্গ। এই ধারাবাহিক দিয়েই সৌমিতৃষা কুণ্ডু হয়ে উঠেছিলেন বাঙালির ঘরের মেয়ে। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
8/13
সেই ধারাবাহিকের নায়ক, বাঙালির হার্ট-থ্রব উচ্ছে বাবুরই বিয়ে হয়ে গেল গত ৯ মে। পাত্রী কৌশাম্বী চক্রবর্তী। মিঠাই ধারাবাহিকে আদৃতের দিদিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
9/13
বিয়ের গোটা সাজেই ছিল সাবেকিয়ানার ছোঁয়া। দুপুরে বৃদ্ধিতে লাল-সাদা শাড়ি পরেছিলেন কৌশাম্বী। মুখের আলগা হাসি রূপ বাড়িয়ে দিচ্ছিল আরও। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
10/13
গায়ে হলুদের সকালে হলুদ রঙের শাড়ি পরেছিলেন কৌশাম্বি। সঙ্গে লাল রঙের স্লিভলেস ব্লাউজ। হাতে, গলায়, কানে, মাথায় ফুলের গয়না। চুলে মেসি বান। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
11/13
বিয়ের রাতে আদৃতের পরনে ছিল তসরের পাঞ্জাবি। কৌশাম্বী সেজেছিলেন চিরাচরিত লাল বেনারসিতে। মাথায় লাল ওড়না। গলায় একাধিক সোনার হার। কানে সোনার দুল, নাকে নথ। টোপর মাথায় অপরূপ লাগছিলেন আদৃতও। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
12/13
মালাবদলের সময় দুজনের মুখেই ছিল চওড়া হাসি। প্রেমে যে হাবুডুবু খাচ্ছেন তাঁরা, তা আর বলার অপেক্ষা রাখেনি। মালাবদলের সেই রোম্যান্টিক মুহূর্ত দেখে আবেগে ভেসছেন ভক্তরা। আবার টেনশন ফ্রি বর আদৃতের হাতে চায়ের কাপ দেখে হেসে লুটোপুটি খেয়েছেন ভক্তেরা। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
13/13
আদৃত-কৌশাম্বী শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি। তবে টলিপাড়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিলই। গতমাসেই তাঁদের বিয়ের খবর ছড়ায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Adrit-Kaushambi Wedding: 'উচ্ছেবাবু'র বিয়ের দিন এ কী করলেন 'মিঠাই' সৌমিতৃষা! বিয়েতে নিমন্ত্রণ নেই? মন ভাল নেই ভক্তদের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল