Adrit- Kaushambi Wedding: কয়েক ঘণ্টা পরেই বিয়ে... আইবুড়োভাতে সবার থেকে আলাদা সাজ! রাতেই আদৃতের নামের মেহেন্দি পরলেন কৌশাম্বী
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Adrit- Kaushambi Wedding: কৌশাম্বী সেজেছিলেন গোলাপি রঙের শাড়িতে। সঙ্গে সোনালি ব্লাউজ। হাতে মানতাসা, গলায়-কানে মুক্তোর গয়না। নাকে মহারাষ্ট্রিয়ান স্টাইলের নথ। অসাধারণ সুন্দরী লাগছিল কৌশাম্বিকে।
advertisement
1/6

আর কয়েকটা মাত্র ঘণ্টা। তারপরেই চার হাত এক হতে চলেছে কৌশাম্বি চক্রবর্তী আর আদৃত রায়ের। বুধবার রাতেই আইবুড়ো ভাত ও মেহেন্দির ছবি অভিনেত্রী শেয়ার করে নিলেন অভিনেত্রী।
advertisement
2/6
কৌশাম্বী সেজেছিলেন গোলাপি রঙের শাড়িতে। সঙ্গে সোনালি ব্লাউজ। হাতে মানতাসা, গলায়, কানে মুক্তোর গয়না। নাকে মহারাষ্ট্রিয়ান স্টাইলের নথ। অসাধারণ সুন্দরী লাগছিল কৌশাম্বিকে।
advertisement
3/6
বুধবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেন মেহেন্দি পরা হাতের ছবি। ছবির ক্য়াপশনে কৌশাম্বী লেখেন, ‘রং ইশক কা’!
advertisement
4/6
মিঠাই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কৌশাম্বী। ফুলকিতেও তাঁর চরিত্র বেশ পজিটিভ। সেখান থেকেও আইবুড়োভাত খাওয়ানো হয় তাঁকে।
advertisement
5/6
ছবি শেয়ার করে কৌশাম্বী লেখেন, “এতদিন অন্যদের সবার জন্য আইবুড়োভাত প্ল্যান করেছি। আর আজ নাকি আমার আইবুড়োভাত দিল সবাই মিলে। এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি। ফুলকি টিমকে অনেক ধন্যবাদ। সবাইকে খুব ভালবাসি।”
advertisement
6/6
আর বেশি দেরি নেই। একটু পরেই শুরু হবে গায়ে-হলুদের অনুষ্ঠান। আপাতত ছাদনাতলায় বর-বউকে দেখার অধীর অপেক্ষা নেটিজেনদের।