উদিত নারায়ণের পরিবারে শুরু বিয়ের অনুষ্ঠান, সামনে এল বউ নিয়ে আদিত্য-র প্রথম ছবি !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
নেহা কক্করের সঙ্গে নাম জড়িয়ে বেশ কয়েক মাসে আগে বার বার খবরের শিরোনামে এসেছিলেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ ৷
advertisement
1/4

নেহা কক্করের সঙ্গে নাম জড়িয়ে বেশ কয়েক মাসে আগে বার বার খবরের শিরোনামে এসেছিলেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ ৷ এমনকী, রিয়্যালিটি শোয়ের স্টেজে নেহার সঙ্গে নকল বিয়ে করে আদিত্য গুঞ্জনেও এসে পড়েছিলেন ৷
advertisement
2/4
নেহার তো সম্প্রতি বিয়ে হলো জমজমাট ৷ আর এবার পালা আদিত্য নারায়ণের ৷ নেহার বিয়ের পর পরই আদিত্য জানিয়ে ছিলেন তাঁর বহুদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালকেই বিয়ে করছেন তিনি ৷
advertisement
3/4
সেই কথামতোই এবার নারায়ণ পরিবারের শুরু হল ছেলে আদিত্য নারায়ণের বিয়ের অনুষ্ঠান ৷ সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার হলো আদিত্য ও শ্বেতার রোকা অনুষ্ঠানের ছবি ৷ যেখানে দেখা গেল আদিত্য ও শ্বেতার পুরো পরিবারকে ৷
advertisement
4/4
একেবারে ঘরোয়া ছিমছাম মেজাজে হবু বউয়ের সঙ্গে দেখা গেল আদিত্য নারায়ণকে ৷