Aditi Rao Hydari : 'কান'-এ ফের সব্যসাচীর শাড়ি! রাজকীয় লুকে মুগ্ধ করলেন অদিতি রাও হায়দারি
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Aditi Rao Hydari : সব্যসাচীর ডিজাইন করা আইভরি রঙের শাড়ির সঙ্গে ডিপনেক ব্লাউজ। অদিতির এই সাজ যেমন স্নিগ্ধ তেমনই রাজকীয়।
advertisement
1/8

কান চলচ্চিত্র উৎসবে এই প্রথম তাঁর পদার্পণ। প্রথম দিনেই বাজিমাত করলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি।
advertisement
2/8
সব্যসাচীর ডিজাইন করা আইভরি রঙের শাড়ির সঙ্গে ডিপনেক ব্লাউজ। অদিতির এই সাজ যেমন স্নিগ্ধ তেমনই রাজকীয়।
advertisement
3/8
রাজপরিবারের মেয়ে তিনি। তার সাজেও যেন সেই ছাপ। সৌন্দর্যে মুগ্ধ করছেন অদিতি।
advertisement
4/8
মোনোক্রোম ড্রেসে অদিতির এই লুক নজর কাড়ছে।
advertisement
5/8
মোনোক্রোম কো-অর্ড সেটে ফ্যাশনিস্তা অদিতি।
advertisement
6/8
পোশাকের সঙ্গে সাজ ও গয়না মানানসই। প্রচারের থেকে একটু দূরে থাকলেও তাঁর অসংখ্য ভক্ত।
advertisement
7/8
এক্সটিক বিউটি। কালো প্যান্টের সঙ্গে সাদা স্ট্রাইপ শার্ট। কোমরে বড় বেল্ট নজর কাড়ছে।
advertisement
8/8
পদ্মাবৎ ছবিতে নজর কেড়েছিলেন অদিতি। তাঁর সৌন্দর্য নজর কেড়েছিল দর্শকদের।