Tamannaah Bhatia: অন্তরঙ্গ দৃশ্যে সহ-অভিনেতাদের দেখে কী মনে হয়! বিস্ফোরক তামান্না
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Actress Tamannaah: সম্প্রতি তামান্না এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন ছবিতে দেখানো অন্তরঙ্গ দৃশ্যগুলি সম্পর্কে।
advertisement
1/6

দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের অনেকেই এখন বলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করছেন। তাঁদের অন্যতম তামান্না ভাটিয়া। তেলুগু এবং তামিল চলচ্চিত্রের পাশাপাশি বলিউডেও তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।সম্প্রতি তামান্না এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন ছবিতে দেখানো অন্তরঙ্গ দৃশ্যগুলি সম্পর্কে।
advertisement
2/6
পর্দায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সহ অভিনেতাদের অনুভূতির কথা বলতে গিয়ে তামান্না বলেন, ‘‘অভিনেতারা অন্তরঙ্গ দৃশ্য খুব একটা পছন্দ করেন না। অনেকে মনে করেন নায়করা রোমান্টিক দৃশ্য উপভোগ করেন। কিন্তু সেটা ভুল। নায়করা রোমান্টিক দৃশ্য করতে একদমই পছন্দ করেন না।’’
advertisement
3/6
তিনি আরও বলেন, ‘‘সকলের সামনে রোম্যান্টিক দৃশ্য শ্যুট করা খুবই কঠিন। এটা শুধু আমাদের জন্য নয়, নায়কদের জন্যও খুব কঠিন। আর কিছু নায়ক রয়েছেন যাঁরা লাজুক, তারা এমন রোম্যান্টিক দৃশ্য করতে গিয়ে খুবই সমস্যায় পড়েন।’’ তমান্না জানান, অনেক নায়কই রোমান্টিক দৃশ্য করতে আগ্রহী নন। ইদানীং সিনেমার চেয়ে ওয়েব সিরিজে বেশি দেখা যাচ্ছে তামান্নাকে। সম্প্রতি Netflix-এর ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’-তে প্রধান ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এই ওয়েব সিরিজে বেশ সাহসী অভিনয় করতে হয়েছে। কিছু রোমান্টিক দৃশ্যেও অভিনয় করেছেন। এমনকী, ছবিতে বিজয় ভার্মার সঙ্গে একটি চুম্বন দৃশ্যও রয়েছে।
advertisement
4/6
তামান্না ও বিজয় গত কয়েক বছর ধরেই রিয়েল লাইফ সম্পর্কে রয়েছেন, এমনই জানা যায়। কিন্তু তাঁরা এই সম্পর্কের কথা এখনও প্রকাশ্যে স্বীকার করেননি। তবে সম্প্রতি, তামান্না বলেছেন যে তিনি তার সহ-অভিনেতা বিজয় ভার্মাকে ভালবাসেন। বিজয় ভার্মা তেলঙ্গানার বাসিন্দা। তিনি হায়দরাবাদে জন্মগ্রহণ করেন। বিজয় তেলুগু ছবিতেও অভিনয় করেছেন। ‘এমসিএ’ ছবিতে খলনায়ক হিসাবে খ্যাতি পেয়েছিলেন। বিজয় ভার্মা অবশ্য বহু হিন্দি ছবিতে অভিনয় করে সুনাম অর্জন করেছেন।
advertisement
5/6
সম্প্রতি তিনি Amazon Prime-এর ওয়েব সিরিজ ‘দাহাড়’-এ একজন সাইকো-র চরিত্রে অভিনয় করেছেন। তবে তামান্না-বিজয়কে একসঙ্গে কোনও ছবিতে দেখা যায়নি এখনও। ‘লাস্ট স্টোরিজ ২’-তেই প্রথম জুটি হিসেবে দেখা গিয়েছে তাঁদের।
advertisement
6/6
এরই মধ্যে জানা গিয়েছে কিংবদন্তি অভিনেত্রী যমুনার বায়োপিক তৈরি হতে চলেছে। এছবিতে যমুনার চরিত্রে দেখা যাবে তামান্নাকে। মনে করা হচ্ছে বড় ব্যানারে নির্মিত এই ছবিটির নির্দেশনা দেবেন কোনও তারকা পরিচালক। সম্প্রতি 'ভোলা শঙ্কর' ছবিতে চিরঞ্জীবীর বিপরীতে অভিনয় করেছেন তামান্না। পাশাপাশি রজনীকান্তের তামিল ছবি 'জেলর'-এও অভিনয় করেছিলেন। এই ছবিটি বাম্পার হিট হয়।