বলিউড তারকা প্রেমিকের থেকে সম্পত্তির পরিমাণ ৭ গুণ বেশি! এক সময় দুই ক্রিকেটারের রাতের ঘুম কেড়েছিলেন এই অভিনেত্রী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
120 crore mistress Tamannaah Bhatia love Story: অনেকে তো আবার অভিনেত্রীদের ‘গোল্ড ডিগার’-এর তকমাও দিয়ে থাকেন! তবে রুপোলি দুনিয়ায় এমন একজন অভিনেত্রী রয়েছেন, যিনি সমস্ত প্রচলিত ধারা ভেঙে যেন এক জ্বলন্ত দৃষ্টান্ত তৈরি করেছেন। যা দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরাও। কথা হচ্ছে অভিনেত্রী তমান্না ভাটিয়ার!
advertisement
1/10

অনেক সময় বলিউড অভিনেত্রীদের বড় ব্যবসায়ী অথবা সুপারস্টারদের সঙ্গে সম্পর্কে জড়াতে দেখা যায়। আর এইসব ক্ষেত্রে অভিনেত্রীদের বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে। আর সেটা হল - পয়সার জন্য তাঁরা ধনী ব্যবসায়ী কিংবা সুপারস্টারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন!
advertisement
2/10
অনেকে তো আবার অভিনেত্রীদের ‘গোল্ড ডিগার’-এর তকমাও দিয়ে থাকেন! তবে রুপোলি দুনিয়ায় এমন একজন অভিনেত্রী রয়েছেন, যিনি সমস্ত প্রচলিত ধারা ভেঙে যেন এক জ্বলন্ত দৃষ্টান্ত তৈরি করেছেন। যা দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরাও। কথা হচ্ছে অভিনেত্রী তমান্না ভাটিয়ার!
advertisement
3/10
GQ রিপোর্ট বলছে, তমান্নার মোট সম্পত্তির পরিমাণ ১২০ কোটি টাকা। এক-একটি ছবি করার জন্য তিনি ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। সংবাদমাধ্যমের অন্দরে ফিসফাস, ব্লকবাস্টার ছবি ‘বাহুবলী ২’-এর জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তমান্না।
advertisement
4/10
এর পাশাপাশি বিজ্ঞাপনী প্রচারের জন্যও তিনি ৭-৮ কোটি টাকা পারিশ্রমিক নেন। নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্যও ভক্তদের চর্চার মধ্যে থাকেন অভিনেত্রী।
advertisement
5/10
তবে বর্তমানে নিজের প্রেমের জন্য চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আসলে অভিনেত্রী এখন অভিনেতা বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। অভিনেতা বিজয় বর্মা বলিউডি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা কুড়িয়েছেন। দীর্ঘ সময় ধরে তাঁদের সম্পর্কের চর্চায় উত্তাল নেটমাধ্যম। শুধু তা-ই নয়, এই তারকা জুটিকে বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে।
advertisement
6/10
আর বরাবরই তাঁদের সম্পর্কের গভীর রসায়ন ভক্তদের মন জয় করে নিয়েছে। ইতিমধ্যে তমান্না আর বিজয়ের লিপ লক বা ঘনিষ্ঠ চুম্বনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিজয়ের আগে অবশ্য ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেটার আবদুল রজাকের সঙ্গেও নাম জড়িয়েছিল অভিনেত্রীর। তবে এই সমস্ত জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন তমান্না।
advertisement
7/10
তবে অনেকে শুনলে তাজ্জব বনে যাবেন যে, অভিনেতা বিজয় বর্মার মোট সম্পত্তির পরিমাণ কিন্তু তমান্না ভাটিয়ার তুলনায় অনেকটাই কম! সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের হিসেব বলছে, বিজয় বর্মার মোট সম্পত্তির পরিমাণ ১৭ কোটি টাকা।
advertisement
8/10
অথচ সেখানে অভিনেত্রী তমান্না ভাটিয়ার মোট সম্পত্তির পরিমাণ ১২০ কোটি টাকা। রিপোর্ট বলছে, বিজয় বর্মা ২৫ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
advertisement
9/10
প্রসঙ্গত, বিজয় বর্মার ঝুলিতে এখনও কোনও সোলো হিট নেই। অমিতাভ বচ্চনের ‘পিঙ্ক’ ছবির হাত ধরে প্রচারের আলোয় চলে এসেছিলেন অভিনেতা। এরপর তাঁকে দেখা গিয়েছে ‘গালি বয়’ এবং ‘বাঘি ৩’-এর মতো ছবিতেও। তবে আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’ ছবিতে বিজয় অভিনীত চরিত্রটি সকলের মনে দাগ কেটেছিল।
advertisement
10/10
তবে এখনও প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ এখনও পাননি বিজয়। তবে ওটিটিতেও বেশ নাম করেছেন তিনি। ‘মির্জাপুর’, ‘সি’ এবং ‘দাহাড়’, ‘কালকূট’-এর মতো ওয়েব সিরিজে রীতিমতো তাক লাগিয়েছেন বিজয় বর্মা। এখানেই শেষ নয়, ২০২৩ সালের ‘জানে জান’ ছবিতে দুর্ধর্ষ অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এরপর ‘মার্ডার মুবারক’ ওয়েব সিরিজে দেখা যাবে বিজয় বর্মাকে।