Actress Son Success: দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেত্রী, ছেলের পড়াশুনো-নাচেও নজর, ফার্স্ট হল সন্তান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Actress Son Success: ছেলে স্কুলের পরীক্ষায় প্রথম হয়েছে, অভিনেত্রী মায়ের আনন্দ আর ধরে না
advertisement
1/10

সন্তানের সাফল্য সকলেই ভালবাসেন, তা সে সাধারণ মা হোন বা সেলিব্রিটি সকলেরই আবেগ দারুণ হয়৷ এরকমই নিজের সন্তানকে নিয়ে আনন্দে মাতলেন দক্ষিণী অভিনেত্রী ৷
advertisement
2/10
মা যদি তার ছোঁওয়ায় সবকিছুই সোনালি করে দেন, তাহলে ছেলেও সেই আলোতে নিজেকে আলোকিত করে ফেলতে পারেন৷
advertisement
3/10
অভিনেত্রী নভ্যা নায়ারের ছেলে সাই কৃষ্ণ ঠিক তাঁর মায়ের মতো। নভ্যা নায়ার, যিনি তাঁর স্কুলের দিন থেকেই ভাল নৃত্যশিল্পী৷ তিনি অভিনয়ের জগতে পা রাখার পর সেখানেও নাম করতে সময় নেননি৷
advertisement
4/10
নভ্যা নায়ারের ছেলে সাই কৃষ্ণ, এখন স্কুল ছাত্র, কৃতিত্বের ক্ষেত্রে তাঁর মায়ের নাম সুযোগ্য ভাবেই রাখছেন৷ মা যতই অভিনয় ও নাচ নিয়ে ব্যস্ত থাকুন না কেন লেখাপড়ার ক্ষেত্রে মায়ের নজর এখনও ছেলের দিকে।নভ্যার মনোযোগের ফল পেয়ে গেলেন হাতেনাতে৷
advertisement
5/10
নভ্যা ছেলে সাইকে যেরকম পড়াশুনো করান ঠিক তেমনিই ছেলের মা চান না স্কুলে শুধু বইয়ের পোকা হিসেবে পরিচিত হোক ছেলে। সম্প্রতি, নভ্যার ছেলেও তার মায়ের নাচের স্কুল, মাতঙ্গীতে নাচ শিখছেন৷
advertisement
6/10
একবার যখন অভিনেতা সুরেশ গোপী এবং দিলীপ সাই কৃষ্ণের স্কুলে অতিথি ছিলেন, তখন সাই নিজেই তাদের ব্যান্ডের প্রধান হিসাবে স্বাগত জানিয়েছিলেন। সাই পড়াশুনোর পাশাপাশি এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিতেও ভাল৷
advertisement
7/10
অভিনেত্রী নভ্যা নায়ার একটি ইনস্টাগ্রাম গল্পের আকারে তারঁ ছেলের স্কুল ইউনিফর্ম পরা একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই তাঁর ছেলের ফার্স্ট হওয়ার সুখবর দিয়েছেন৷
advertisement
8/10
এই স্মার্ট ছেলেটি ক্লাসে প্রথম হয়েছে। 'আমার ছেলে প্রথম সারিতে।’ নভ্যা তার ছেলেকে অভিনন্দন জানিয়ে বলে, "ভাল ছেলে, মা।"
advertisement
9/10
তাঁর ছেলে নাচবে বলে চমক হিসেবে রেখেছিলেন নভ্যা। এখনও পর্যন্ত নভ্যা কেবল এই তথ্য পোস্ট করেছিলেন যে সাই কৃষ্ণ পড়াশোনা এবং খেলাধুলায় ভাল, যেমনটি সবাই জানেন।
advertisement
10/10
স্কুলের বার্ষিকী দিবসে নভ্যা নায়ার তাঁর ছেলে সাই কৃষ্ণের পারফরম্যান্স দেখেন অনেক অতিথি অভ্যাগত৷