TRENDING:

Sohini Sarkar: মায়ের স্কুলে গিয়ে আবেগপ্রবণ সোহিনী, জলপাইগুড়িতে শৈশবের স্মৃতি ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী

Last Updated:
Sohini Sarkar: সফরের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল এক ব্যক্তিগত স্মৃতি-স্পর্শ। জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে তিনি ক্যামেরাবন্দি করেন সেই স্কুল ভবন, যেখানে একসময় তাঁর মা পড়াশোনা করতেন। 
advertisement
1/5
মায়ের স্কুলে গিয়ে আবেগপ্রবণ সোহিনী, জলপাইগুড়িতে ক্যামেরাবন্দি শৈশবের স্মৃতি
আছে ক্লাস রুম, আছে চক, আছে টিচারের বক বক...! এক সময় ক্লাসে বসে বোরিং অনুভব হলেও পরে জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে মনের কুঠিরে আজীবন থেকে যায় স্কুল জীবনের নানা কীর্তি! জলপাইগুড়িতে এসে তেমনই মা-এর স্কুল জীবনের স্মৃতি বয়ে নিয়ে গেলেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার! শনিবার শহরের একটি বিগ বাজেটের কালীপুজো নবারুণ সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন জয় করে নিলেন তিনি।
advertisement
2/5
সফরের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল এক ব্যক্তিগত স্মৃতি-স্পর্শ। জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে তিনি ক্যামেরাবন্দি করেন সেই স্কুল ভবন, যেখানে একসময় তাঁর মা পড়াশোনা করতেন। ছবিগুলি পাঠিয়ে দেন মাকে। 'ছোটবেলায় মায়ের মুখে এই স্কুলের কথা বহুবার শুনেছি। আজ নিজে এসে দেখতে পারলাম, খুব অন্যরকম লাগছে,' সংবাদ মাধ্যমকে জানালেন সোহিনী।
advertisement
3/5
এরই সঙ্গে সম্প্রতি ঘটা ডুয়ার্সের দুর্যোগ প্রসঙ্গেও দুঃখপ্রকাশ করেন সোহিনী।ডুয়ার্সের প্রকৃতি যেন আজ বিপন্ন। বারবার বন্যা, পাহাড়ভাঙন, নদীভাঙনে দিশেহারা মানুষ। এমন এক প্রেক্ষাপটে জলপাইগুড়ির গোমস্তপাড়া নবারুণ সংঘ ক্লাব পাঠাগারের কালীপুজোর মণ্ডপ উদ্বোধনে এসে পরিবেশের অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন অভিনেত্রী।
advertisement
4/5
উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, 'এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকাংশেই মানুষ দায়ী। গাছ কেটে দিলে প্রকৃতি এরই প্রতিক্রিয়া দেখাবে। ভবিষ্যতে এমন বন্যা আবারও আসতে পারে, যদি আমরা এখনই সাবধান না হই।' তাঁর কথায় ফুটে উঠল প্রকৃতি-প্রেম ও দায়িত্ববোধের সুর।
advertisement
5/5
সোহিনী আরও জানান, এই প্রথম কালী পুজো উদ্বোধনে এলেও ডুয়ার্স তাঁর অপরিচিত নয়। 'ডুয়ার্সের প্রতি একটা টান আছে, খুব ভাল লাগে এখানে আসতে,' বললেন তিনি হাসিমুখে। তবে কালীপুজোর আনন্দের মধ্যেও অভিনেত্রীর বার্তা ছিল স্পষ্ট...প্রকৃতির সঙ্গে লড়াই নয়, সহাবস্থানই টিকিয়ে রাখতে পারে ভবিষ্যৎ প্রজন্মকে!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sohini Sarkar: মায়ের স্কুলে গিয়ে আবেগপ্রবণ সোহিনী, জলপাইগুড়িতে শৈশবের স্মৃতি ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল