করোনা আতঙ্কের মাঝেই বয়ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন, নিজের হাতেই কেক বানালেন সোহিনী !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
একেই বলে হয়তো লভ ইন দ্য টাইম অফ করোনা ! আর সত্যি, ভালোবাসা যদি এমন সংক্রামিত হতো, তাহলে কতই না ভালো হতো?
advertisement
1/5

একেই বলে হয়তো লভ ইন দ্য টাইম অফ করোনা ! আর সত্যি, ভালোবাসা যদি এমন সংক্রামিত হতো, তাহলে কতই না ভালো হতো?
advertisement
2/5
সোশ্যাল মিডিয়াতে রোজই ঘুরে বেড়াচ্ছে এরম মন্তব্য ৷ করোনা থেকে বাঁচতে গোটা দেশ, গোটা শহরবাসী যখন ঘরবন্দি, তখন প্রেমই না হয় বাড়ুক !
advertisement
3/5
ঠিক এরকমই হয়তো ভাবনা নিয়ে বয়ফ্রেন্ড রণজয়ের বার্থডে সেলিব্রেশন করে ফেললেন অভিনেত্রী সোহিনী সরকার ৷ নিজে হাত বানালেন কেক ৷ রাত বিরেতেই জমে উঠলেন বার্থডে সেলিব্রেশনে !
advertisement
4/5
সেই সেলিব্রেশনের ছবি ও ভিডিও আপলোড করলেন রণজয় নিজেই ৷ আর ধন্যবাদ জানালেন সোহিনীকে ৷ জানালেন, তাঁর উপস্থিতি ও বানানো কেক কতটা স্পেশাল৷
advertisement
5/5
সোহিনী ও রণজয়কে ঘিরে নানা গুঞ্জন উঠলেও, এই নিয়ে কখনই কিছু বলতে শোনা যায়নি তাঁদের ৷ তবে এবার আর লুকোছুপি নয়, বরং সোহিনী জানিয়েছেন প্রেমের শুরু !