Shruti Das-Swornendu Samaddaar Wedding : আমার বউভাত নেই, শ্বশুরবাড়িও যাইনি, বিয়ের পরদিনই আলাদা কেন শ্রুতি-স্বর্ণেন্দু!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Shruti Das-Swornendu Samaddaar Wedding : তবে ঘটা করে বিয়ে করার প্রসঙ্গে শ্রুতি বললেন, তাঁর ঘট ভর্তি হলেই ঘটা করে বিয়ে করবেন। তাঁর কথায়, ‘‘সামর্থ্য মতো যা পেরেছি, সেভাবেই বিয়ে করেছি। হাতে সময় আছে। পরে ভেবে দেখব।’’
advertisement
1/12

বিয়ে করলেন শ্রুতি দাস। স্বর্ণেন্দু সমাদ্দারের ‘রাঙা বউ’ শ্রুতি ‘মিস থেকে মিসেস’ হওয়ার আনন্দে আত্মহারা। মাত্র কয়েক ঘণ্টা আগে একান্ত পারিবারিক অনুষ্ঠানে শুভ পরিণয় হল দুই শিল্পীর।
advertisement
2/12
নায়িকা ও পরিচালকের ‘বিবাহ অভিযান’ আজ খবরের শিরোনাম দখল করেছে। নিউজ18 বাংলাকে নিজের বিয়ের খুঁটিনাটি জানালেন শ্রুতি। কালরাত্রি উপলক্ষে নবদম্পতি আজ কী করছেন?
advertisement
3/12
সাদা শাড়ি, সাদা ব্লাউজে সেজে শ্রুতি, সাদা কুর্তা, সাদা ধুতিতে স্বর্ণেন্দু। শ্রুতি বললেন, ‘‘আমরা খুব একটা নিয়ম মেনে কিছু করিনি। মা, বাবা, আত্মীয়সজনকে সাক্ষী রেখে সই করে, আংটিবদল, মালাবদল, সিঁদুরদান করেছি। কেকও কেটেছি।’’
advertisement
4/12
‘‘নিয়ম করে আশীর্বাদ অনুষ্ঠান হয়েছে। কিন্তু গায়ে হলুদ, দধিমঙ্গল পালন করা হয়নি। তাই আমি আমার বাড়িতেই ফিরেছি। স্বর্ণেন্দু নিজের বাড়িতে। আজ আবার শ্যুটও আছে। ফলে দেখাও হবে আমাদের।’’
advertisement
5/12
‘‘কালরাত্রি পালন করা হবে না। কারণ একই জায়গায় শ্যুটিং আমাদের। আমাদের বউভাতও হবে না। তাই শ্বশুরবাড়ি যাইনি আমি।’’ শ্রুতি জানালেন, বিয়ের আগে প্রেমিক-প্রেমিকার একে অন্যের বাড়ি যাতায়াত ছিল।
advertisement
6/12
কিন্তু কখনও রাত্রিবাস করেননি। শ্রুতির কথায়, ‘‘এখন থেকে সেটা বৈধ হল। এবার একে অপরের বাড়িতে রাত কাটাতে পারব।’’ আর হানিমুনের কী পরিকল্পনা? নায়িকার কথায় জানা গেল, স্বামীর সঙ্গেউ প্রথমবার বিমানে চড়বেন শ্রুতি।
advertisement
7/12
যে সফরকে শ্রুতি ‘মিনি হানিমুন’-এর তকমা দিলেন। কিন্তু কবে কোথায় মধুচন্দ্রিমা কাটাতে যাবেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। নায়িকা বললেন, ‘‘আপাতত এটুকুই বলব, বাকিটা দেখা যাক কী হয়।’’
advertisement
8/12
অভিনেত্রীর প্রথম ধারাবাহিক ‘ত্রিনয়নী’ পরিচালনা করতেন স্বর্ণেন্দু। তখন থেকেই প্রেমের সূত্রপাত। শোনা গিয়েছিল, প্রথম দিকে নাকি শ্রুতির মা এই সম্পর্ক নিয়ে দ্বিধায় ছিলেন। কিন্তু শ্রুতির কথায় জানা গেল, শাশুড়ি ও জামাইয়ের জম্পেশ বন্ধুত্ব আছে।
advertisement
9/12
শ্রুতি বললেন, ‘‘আমার মায়ের সমর্থন না থাকলে এই বিয়েটাই হয়তো হত না।’’ আর মায়ের সঙ্গে ১৪ বছরের বড় স্বামীর বন্ধুত্ব নিয়ে খুবই গর্বিত নায়িকা।
advertisement
10/12
তবে ঘটা করে বিয়ে করার প্রসঙ্গে শ্রুতি বললেন, তাঁর ঘট ভর্তি হলেই ঘটা করে বিয়ে করবেন। তাঁর কথায়, ‘‘সামর্থ্য মতো যা পেরেছি, সেভাবেই বিয়ে করেছি। হাতে সময় আছে। পরে ভেবে দেখব।’’
advertisement
11/12
সোমবার ভোর রাতে শ্রুতির ফেসবুকে হঠাৎ পোস্ট, ‘মিস থেকে মিসেস হলাম’। তার সঙ্গে একটি সাদা রঙের কেকের ছবি। কেকের সামনে রাখা এক তোড়া লাল গোলাপ। এই পোস্টেই স্বর্ণেন্দুকে ট্যাগ করেন শ্রুতি।
advertisement
12/12
ইতিমধ্যেই নিজের পদবীর সঙ্গে স্বর্ণেন্দুর পদবী যোগ করে ফেসবুকে নিজের নাম পাল্টে ফেলেছেন শ্রুতি। রবিবার, গত ৯ জুলাই টালিগঞ্জের এক ক্লাবে বিয়ে সেরেছেন তাঁরা।