Rooqma Roy: শ্রীপর্ণার পরে আর সন্দীপ্তার মাঝে আচমকাই বিয়ে সেরে ফেললেন রুকমা! ব্যাপারটা কী?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
রুকমার অনস্ক্রিন নায়ক সায়ন রুকমার সিঁথিতে সিঁদুর পরিয়েছে।রূপসাগরে মনের মানুষ-এ একসঙ্গে কাজ করছেন সায়ন আর রুকমা।
advertisement
1/9

টলিউড জুড়ে শুধু যেন বিয়েরই মরশুম। ছোট পর্দা হোক বা বড় পর্দা। বাদ যাচ্ছেন না কেউই।
advertisement
2/9
নভেম্বরের শেষ দিনে নিজেদের প্রি-ওয়েডিংয়ের ছবি শেয়ার করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পরবেন তিনি।
advertisement
3/9
বিয়ে করেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। তিনি সেজেছিলেন টুকটুকে লাল শাড়িতে, সঙ্গে মানানসই গয়নায়। অপরদিকে, লাল পাঞ্জাবি আর সাদা ধুতি পরে বিয়ে করতে এসেছিলেন পাত্র শুভদীপ।
advertisement
4/9
ছোট ঘোরয়া অনুষ্ঠানে রেজিস্ট্রি করে বিয়ে সারলেন পিয়া চক্রবর্ত্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়৷
advertisement
5/9
এবার সেই তালিকাতেই যোগ দিতে চলেছেন অভিনেত্রী সায়নী দত্ত। ১৫ ডিসেম্বর গুরবিন্দরজিৎ সমরাকে বিয়ে করছেন তিনি।
advertisement
6/9
টিভির জনপ্রিয় মুখ রুকমা রায়। একাধিক জনপ্রিয় মেগায় কাজ করেছেন তিনি।
advertisement
7/9
দেশের মাটি’ এবং ‘ লালকুঠি’-র অসামান্য সাফল্যের পর কিছুদিনের জন্য ছিল বিরতি। ফের মহা সমারোহে সান বাংলার হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন রুকমা রায়। “রূপসাগরে মনের মানুষ” ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন রুকমা।
advertisement
8/9
রুকমার অনস্ক্রিন নায়ক সায়ন রুকমার সিঁথিতে সিঁদুর পরিয়েছে। যদিও তা অনস্ক্রিনে। রূপসাগরে মনের মানুষ-এ একসঙ্গে কাজ করছেন সায়ন আর রুকমা।
advertisement
9/9
আপাতত রুকমার বিয়ের কোনও খবর নেই। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা চর্চাও নেই। সবটাই কিন্তু সিরিয়ালের বিয়ে।