Parineeti-Raghav Wedding: কবে বিয়ের পিঁড়িতে বসেছেন পরিণীতি-রাঘব? অবশেষে ফাঁস হল বিয়ের দিন, ভেন্যু
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Parineeti-Raghav Wedding: বর্তমানে, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে নিয়ে জোরদার চর্চা চলছে৷ দিল্লিতে রূপকথার বাগদান অনুষ্ঠান হয়েছিল পরিণীতি ও রাঘবের।
advertisement
1/7

বর্তমানে, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে নিয়ে জোরদার চর্চা চলছে৷ দিল্লিতে রূপকথার বাগদান অনুষ্ঠান হয়েছিল পরিণীতি ও রাঘবের। তার পর থেকেই সকলের মুখে একটাই প্রশ্ন ছিল কবে চার হাত এক হবে তাঁদের।
advertisement
2/7
অবশেষে ফাঁস হল বিয়ের দিন। চলছে জোরকদমে প্রস্তুতি৷ ভক্তরাও তা জানার জন্য মুখিয়ে ছিলেন কবে রাজকীয় বিয়ের আসর বলতে চলেছে বলিউডে৷
advertisement
3/7
সম্প্রতি, একটি সূত্রের খবর অনুসারে পরিণীতি এবং রাঘব চলতি বছরের ২৪ সেপ্টেম্বর বিয়ে করতে চলেছেন। বিয়ের অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর শুরু হবে। তবে, এবিষয়ে এখনও মুখ খোলেনি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।
advertisement
4/7
সম্প্রতি এক সংবাদমধ্যমের প্রতিবেদন অনুসারে, রাজস্থানে বিয়ের আসর বসবে। সেখানে শুধু পরিবারের সদস্য ও বন্ধুরা থাকবেন। অন্যান্য অতিথিদের জন্য, বিবাহের স্থান এবং এর আশেপাশে সমস্ত বিলাসবহুল হোটেলে থাকার ব্যবস্থা করা হযেছে।
advertisement
5/7
উদয়পুরের লীলা প্রাসাদে বিয়ে হবে বলিউডের হবু তারকা দম্পতি জুটির। প্রতিবেদন অনুসারে, বিয়ের আচার অনুষ্ঠান ২৩ এবং ২৪ সেপ্টেম্বর লীলা প্যালেস এবং ওবেরয় উদয়ভিলাসে অনুষ্ঠিত হবে।
advertisement
6/7
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০ জন অতিথি এবং ৫০ জন ভিভিআইপি অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের মতে, হলদি, মেহেন্দি এবং সঙ্গীত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
advertisement
7/7
তবে, রিসেপশন হবে গুরগাঁও-তে। গত মাসে, দম্পতির বাবা-মা, পবন চোপড়া-রীনা চোপড়া এবং সুনীল চাড্ডা-অলকা চাড্ডা, গুরগাঁও-এর বিভিন্ন হোটেল পরিদর্শন করেছেন এবং খাবার খেয়ে দেখেছেন।