'মুম্বইকে অপমান করছেন কঙ্গনা', অভিযোগ তুললেন ৯০-এর দশকের চর্চিত অভিনেত্রী নাগমা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
একের পর এক ব্যক্তিত্বের মুখোশ খুলতে শুরু করেন কঙ্গনা। মহারাষ্ট্র সরকারকে নিয়েও কথা বলেন। এর পরই শুরু হয় অন্য খেলা।
advertisement
1/5

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর সব থেকে বেশি সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তিনি এই মৃত্যুর জন্য দায়ি করেছেন বলিউডের নেপোটিজমকে। ড্রাগ চক্র নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, গোটা বলিউডই ড্রাগচক্রের শিকার। একের পর এক ব্যক্তিত্বের মুখোশ খুলতে শুরু করেন কঙ্গনা। মহারাষ্ট্র সরকারকে নিয়েও কথা বলেন। এর পরই শুরু হয় অন্য খেলা। photo source collected
advertisement
2/5
বুধবার সকালে যেভাবে বিএমসির নেতৃত্বে ভেঙে ফেলা হল কঙ্গনার প্রোডাকশনের অফিস ৷ তা দেখে একেবারে থ গোটা দেশ ৷ অনেক লড়াই করেও কঙ্গনা আটকাতে পারেননি এই পরিণতি ৷ আর তাই তো অফিসের ভাঙা ঘরে দাঁড়িয়ে ভিডিও ট্যুইট করে কঙ্গনা লিখলেন, এ ঘটনা ‘গণতন্ত্রের মৃত্যু’ ৷ photo source collected
advertisement
3/5
এর আগেই কঙ্গনা জানিয়ে ছিলেন, বিএমসি-এর এই চক্রান্তের কথা ৷ জানিয়ে ছিলেন, বেআইনি কাঠামোর মিথ্যে অভিযোগ দেখিয়ে বিএমসি তাঁর অফিস ভাঙতে চাইছে ৷ তাঁর স্বপ্ন ভাঙতে চাইছে ৷ শিবসেনার তরফ থেকেও আসতে থাকে হুমকি। উদ্ধব ঠাকরের সঙ্গে সরাসরি লড়াইতে নামেন কঙ্গনা। বলেন আজ আমার অফিস ভেঙেছে, একদিন তোমার দম্ভ ভাঙবে। ট্যুইটে উদ্ভব ঠাকরে ও করণ জোহরের গ্যাংকে একেবারে ওপেন চ্যালঞ্জ ছুড়ে দিলেন কঙ্গনা ৷ photo source collected
advertisement
4/5
এর পরেই সরব হলেন বলিউডের আর এক অভিনেত্রী নাগমা। তিনি বহুদিন লাইমলাইটে নেই। সলমনের খানের সঙ্গে ৯০ এর দশকে ছবি করেই বলিউডে আসা নাগমার। শিবসেনার সঙ্গে কঙ্গনার বিবাদের পর তিনি বলেছিলেন, "মুম্বই সুরক্ষিত নয়।" পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন মুম্বইয়ের। photo source collected
advertisement
5/5
কঙ্গনার এই বক্তব্যের পর নাগমা জানান, "কঙ্গনা মুম্বইয়ের অপমান করছে। যার কোনও অধিকার নেই তাঁর"। এই বক্তব্যের পর ফের একবার চর্চায় চলে আসেন দুই অভিনেত্রী। photo source collected