Rachana Banerjee at Maha Kumbh: মহাকুম্ভে রচনা বন্দ্যোপাধ্যায়ের 'অমৃত' স্নান, দিলেন ডুব, দেখুন ছবি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সাংসাদ, ফলে বছরের অনেকটা সময় তাঁকে দিল্লিতে কাটাতে হয়, বিশেষ করে সংসদের অধিবেশন চলার সময়৷ এবারও তিনি সেখানে ছিলেন৷ এবং সেই সময় তিনি দেখা করেন যোগগুরু রামদেব বাবার সঙ্গে৷
advertisement
1/8

এবছর মহাকুম্ভ৷ দেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব৷ প্রতি ৩ বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হলেও মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় প্রতি ১২ বছর অন্তর।
advertisement
2/8
প্রতি তিন বছর অন্তর মেলা হয় অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে। ফলে এবছর মহাকুম্ভে কোটি কোটি পুণ্যার্থী ভিড় করেছেন৷
advertisement
3/8
প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ। শেষ মহাকুম্ভ হয় ২০১৩ সালে। ২০২৫ সালে মহাকুম্ভ মেলা হচ্ছে প্রয়াগরাজে। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।
advertisement
4/8
২০১৩ সালের কুম্ভ মেলায় প্রায় ১০ কোটি মানুষের সমাগম হয়েছিল। গোটা পৃথিবীতে এত মানুষের সমাগম এর আগে কোনওদিন একটি অনুষ্ঠানে হয়নি।
advertisement
5/8
এদের মধ্যে যেমন সাধারণ মানুষ রয়েছে, তেমনই রয়েছেন তারকারা৷ বিশেষ করে বলিউডের বহু তারকাকে দেখা গিয়েছে মহাকুম্ভে গঙ্গাস্নান করতে৷
advertisement
6/8
এবার এখানে গেলেন বাংলার অভিনেত্রী এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়৷ গেরুয়া কাপড় পরে ভক্তিভরে দিলেন ডুব৷ ছবি তুলে তা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
7/8
সাংসাদ, ফলে বছরের অনেকটা সময় তাঁকে দিল্লিতে কাটাতে হয়, বিশেষ করে সংসদের অধিবেশন চলার সময়৷ এবারও তিনি সেখানে ছিলেন৷ এবং সেই সময় তিনি দেখা করেন যোগগুরু রামদেব বাবার সঙ্গে৷
advertisement
8/8
কুম্ভ মেলার তারিখ রাশিচক্র অনুসারে নির্ধারিত হয়। বৃহস্পতি, সূর্য এবং চাঁদের অবস্থান দ্বারা নির্ধারিত হয় তারিখ। এই তারিখগুলোতে মহাজাগতিক শক্তির দ্বারা নদী প্রভাবিত হয় বলে বিশ্বাস করা হয়।