Bollywood News: সানি, অমিতাভের নায়িকা! হঠাৎই একদিন হারিয়ে গেলেন.. কী ঘটে গিয়েছিল নায়িকার সঙ্গে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Sanchari Kar
Last Updated:
Bollywood News: কেন আচমকা কেরিয়ারে ছেদ টেনেছিলেন? কেন মহিলাদের তুলনায় পুরুষ অভিনেতাদের কেরিয়ার অনেক লম্বা হয়? এই সব প্রশ্নের বিস্ফোরক উত্তর দিলেন মীনাক্ষী।
advertisement
1/6

১৯৮০-এর দশকে বলিউডে পা রেখেছিলেন মীনাক্ষী শেষাদ্রি। রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে জিতেন্দ্র, অনিল কাপুরদের মতো সুপারস্টারদের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন। কিন্তু খ্যাতির মধ্যগগনে থাকতে থাকতেই নিজেকে গুটিয়ে নেন। ১৯৯৬ সালে আচমকাই রূপালি পর্দাকে বিদায় জানিয়ে পাড়ি জমান মার্কিন মুলুকে।
advertisement
2/6
বলিউড ছাড়ার পর থেকে আর সেভাবে দেখা যায়নি মীনাক্ষীকে। ৯৮ সালে ‘স্বামী বিবেকানন্দ’ এবং ২০১৬ সালে ‘ঘায়েল: ওয়ানস এগেইন’-এ অভিনয় করেছিলেন। কিন্তু ক্যামিও চরিত্রে। তাই বলাই যায় স্বামী-সংসার-সন্তানের মধ্যেi বেঁধে রেখেছিলেন নিজেকে।
advertisement
3/6
১৩ বছরের কেরিয়ারে বহু ব্লকব্লাস্টার ছবি উপহার দিয়েছেন। তাঁর অভিনয় প্রতিভাও প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। এবার দ্বিতীয় ইনিংস শুরু করতে চান তিনি। কিন্তু কেন আচমকা কেরিয়ারে ছেদ টেনেছিলেন? কেন মহিলাদের তুলনায় পুরুষ অভিনেতাদের কেরিয়ার অনেক লম্বা হয়? এই সব প্রশ্নের বিস্ফোরক উত্তর দিলেন অভিনেত্রী।
advertisement
4/6
লেহরা রেট্রো-কে দেওয়া সাক্ষাৎকারে মীনাক্ষী বলেন, “পুরুষ অভিনেতাদের লম্বা কেরিয়ার হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। ধর্মেন্দ্র, জিতেন্দ্র, অমিতাভরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের সামনে অভিনয় করে চলেছেন। আসলে পুরুষদের ঘরের দায়িত্ব কাঁধে নিতে হয় না। কাজের জগতেই পুরো সময়টা দিতে পারেন। আরেকটা কারণ হল গর্ভধারণ, পুরুষদের সন্তান লালন পালন করতে হয় না। ফলে লম্বা সময় ধরে কেরিয়ারকে নিয়ে যেতে অসুবিধা হয় না।’’ সঙ্গে তিনি যোগ করেন, “সবচেয়ে বড় কথা হল, দর্শকরা এখনও ওঁদের পছন্দ করে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।’’
advertisement
5/6
প্রায় ২৭ বছর পর ফের বলিউডে অভিনয় জীবন শুরু চান মীনাক্ষী। ইটাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পরিচালকরা তাঁকে কী ধরণের চরিত্রে বাছবেন, তা জানার জন্য উন্মুখ হয়ে রয়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, “আমার মনে হয়, বর্তমান পরিচালকরা আমার জন্য স্ক্রিপ্ট লেখার আগে আমি কেমন আছি, আমার শৈল্পিক অভিব্যক্তি কেমন হবে, জানতে চাইবেন।’’
advertisement
6/6
প্রসঙ্গত, ৮৩ সালে মনোজ কুমার প্রযোজিত ‘পেইন্টার বাবু’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন মীনাক্ষী। ৮০ এবং ৯০-এর দশকের বেশ কিছু জনপ্রিয় ছবির সঙ্গে জুড়ে গিয়েছে তাঁর নাম। শুধু অভিনয় নয়, নাচের জন্যও দেশ জোড়া খ্যাতি ছিল তাঁর। কাজ করেছেন একাধিক দক্ষিণী ছবিতেও।