TRENDING:

Manali Manisha Dey: বিয়ের ৩ বছর কাটতেই ঘরে এল নতুন অতিথি, মানালি-অভিমন্যুর সদ্যোজাত 'মেয়ে'-র ছবি ভাইরাল

Last Updated:
Manali Dey: আইনি বিয়ের ৩ বছর পূর্ণ হয়েছে চলতি বছরের ১৫ অগাস্ট। তারপর ঠিক কয়েকদিনের মধ্যেই মানালির ঘরে এসেছে নতুন অতিথি। মানালি-অভিমন্যু, সদ্যোজাত 'মেয়ে'-র সঙ্গে তুলে ফেলেন ছবিও।
advertisement
1/9
বিয়ের ৩ বছর কাটতেই ঘরে এল নতুন অতিথি, মানালি-অভিমন্যুর 'মেয়ে'-র ছবি ভাইরাল
*২০২০ সালের ১৫ অগাস্ট পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়য়ের সঙ্গে আইনি বিয়ে সারেন টলিপাড়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী মানালি দে। প্রায় বছর দুয়েকের প্রেম পর্ব শেষ করে বিয়ে করেন তাঁরা৷ ফাইল ছবি। 
advertisement
2/9
*আইনি বিয়ের ৩ বছর পূর্ণ হয়েছে চলতি বছরের ১৫ অগাস্ট। তারপর ঠিক কয়েকদিনের মধ্যেই মানালির ঘরে এসেছে নতুন অতিথি। মানালি-অভিমন্যু, সদ্যোজাত 'মেয়ে'-র সঙ্গে তুলে ফেলেন ছবিও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। ফাইল ছবি। 
advertisement
3/9
*সপ্তাহ দুয়েক আগে এক দুপুরে মানালি 'মেয়ে'কে সমকের সামনে হাজির করেন। অনুরাগীরা সকলেই শুভেচ্ছা জানাতে শুরু করেন। সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। সেখানেই কমেন্ট বক্সে মেয়ের নাম জানিয়েছেন মানালি। ফাইল ছবি। 
advertisement
4/9
*ছোট্ট চার পেয়ে কন্যার নাম কই মুখোপাধ্যায়। কইয়ের আগমনে মানালির সংসারে এখন আনন্দের বন্যা, তাঁদের আদুরে ছবি থেকেই তা স্পষ্ট। ফাইল ছবি। 
advertisement
5/9
*প্রসঙ্গত, ৩ জুলাই থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। এই ধারাবাহিকে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন মানালি দে। ফাইল ছবি। 
advertisement
6/9
*মানালি ছাড়াও ধারাবাহিকে অভিনয় করছেন স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র ও কুয়াশা বিশ্বাস, ঋতা দত্ত চক্রবর্তী। পাঁচজন প্রতিবেশীর জীবনের ওঠাপড়ার গল্প নিয়েই এগিয়ে চলেছে ধাবাহিক। ফাইল ছবি। 
advertisement
7/9
*মানালি রূপোলি পর্দার জনপ্রিয় মুখ। প্রথমে ‘কালি আমার মা’ নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। তবে মানালি পরিচিতি পান ‘বউ কথা কও’-মেগা ধারাবাহিক থেকে। ‘ভুলে যেও না প্লিজ’, ‘নকশি কাঁথা’, 'ধূলোকণা'-র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন মানালি।
advertisement
8/9
*বর্তমানে 'কার কাছে কই মনের কথা'-তে অভিনয় করছেন। পাশাপাশি, রাজ চক্রবর্তীর প্রোডাকশন ‘নিমকি ফুলকি’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘গোত্র’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। ফাইল ছবি। 
advertisement
9/9
*এ দিকে অভিমন্যু টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত এবং নামী স্ক্রিনরাইটার। ‘প্রেম আমার’-এর মতো বাজার সফল ছবির স্ক্রিনরাইটার ও সংলাপ তাঁরই লেখা। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Manali Manisha Dey: বিয়ের ৩ বছর কাটতেই ঘরে এল নতুন অতিথি, মানালি-অভিমন্যুর সদ্যোজাত 'মেয়ে'-র ছবি ভাইরাল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল