TRENDING:

Madhumita Sarcar: অন্তর্বাসের ফাঁকে স্পষ্ট বিভাজিকা... বুকে জড়ানো কালো জাল! 'চোখ সেঁকে নাও', এ কী লিখলেন মধুমিতা

Last Updated:
Madhumita Sarcar: ক্যাপশনে মধুমিতা লেখেন, দূর থেকে দেখো! চোখ সেঁকে নাও।
advertisement
1/6
অন্তর্বাসের ফাঁকে স্পষ্ট বিভাজিকা! বুকে কালো জাল! 'চোখ সেঁকো', কী লিখলেন মধুমিতা
'কেয়ার করি না' থেকে তাঁকে চিনতে শুরু করেন দর্শক। জনপ্রিয় ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না'-তে তাঁর নাম হয়েছিল পাখি৷ ঠিক যতটা হিট ছিল সিরিয়ালটি, তার থেকেও বেশি জনপ্রিয় হয়েছিল অরণ্য ও পাখির জুটি।
advertisement
2/6
এরপর তিনি পা রাখেন ওয়েব দুনিয়ায়। একাধিক ওটিটি প্লাটফর্মে করতে থাকেন পরপর ওয়েব সিরিজ। বড় পর্দাতেও কাজ করেন নিপুণ দক্ষতায়।
advertisement
3/6
শুধু অভিনয় নয়, ফ্যাশন দুনিয়াতেও তিনি আগুন ধরান হামেশাই। ইনস্টাগ্রামে তাঁর অনুগামী সংখ্যা আকাশ ছোঁয়া। সম্প্রতি একটি উষ্ণ ছবি শেয়ার করেছেন মধুমিতা। অন্তর্বাসের ফাঁকে স্পষ্ট বিভাজিকা... বুকে জড়ানো কালো জাল!ক্যাপশনে হিন্দিতে লেখেন, 'দূর থেকে দেখো! চোখ সেঁকে নাও।'
advertisement
4/6
প্রসঙ্গত শীঘ্রই আসতে চলেছে 'ফেলু বক্সী' টলিউডে এই প্রথম অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শ্যুটিং শুরুর অপেক্ষায় তাঁর আসন্ন ছবি। সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার এবং পরীমনি প্রথম এই ছবিতে একসঙ্গে ফ্রেম শেয়ার করতে চলেছেন।
advertisement
5/6
মধুমিতাকে দেখা যাবে 'দেবযানী' চরিত্রে। দেবযানী একজন রেডিও জকি। 'ফেলু বক্সী'কে তাঁর অনুসন্ধানী সাহায্য করে সে। সঙ্গে সঙ্গে তাঁর প্রতি দেবযানীর একটা ভাললাগাও রয়েছে।
advertisement
6/6
আগামী ২৭ মার্চ কলকাতায় শ্যুটিং শুরু হবে এবং ছবিটি এই বছরের শেষ নাগাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরীমনির উপস্থিতি অবশ্যই বাড়তি মাত্রা যোগ করবে ছবিটিতে। নির্মাতাদের 'ফেলু বক্সি'র চরিত্রটি থেকে একটি ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি তৈরি করার কল্পনা রয়েছে তাঁদের। সিনেমাটোগ্রাফি করবেন ভিঞ্চি দা খ্যাত সুদীপ্ত মজুমদার এবং সঙ্গীত পরিবেশন করবেন অদিতি বোস এবং অম্লান চক্রবর্তী। 
বাংলা খবর/ছবি/বিনোদন/
Madhumita Sarcar: অন্তর্বাসের ফাঁকে স্পষ্ট বিভাজিকা... বুকে জড়ানো কালো জাল! 'চোখ সেঁকে নাও', এ কী লিখলেন মধুমিতা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল