Actress Life: চেয়েছিলেন সেনা অফিসার হতে, অভিনেত্রী হয়ে কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেললেন জনপ্রিয় টেলি অভিনেত্রী!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Serial Actress: সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য লাখ টাকার বেশি পান তিনি৷ কিন্তু এই অভিনেত্রী অভিনয় করতে চাননি৷ জীবনে চেয়েছিলেন অন্যকিছু৷
advertisement
1/8

ভোপালের মেয়ে, টিভিপর্দার আদর্শ পুত্রবধূ হয়ে দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে টিভির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম। সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য লাখ টাকার বেশি পান তিনি৷ কিন্তু এই অভিনেত্রী অভিনয় করতে চাননি৷ জীবনে চেয়েছিলেন অন্যকিছু৷
advertisement
2/8
বলিউডে সাফল্য, সম্পদ, খ্যাতি একেবারেই সহজে আসে না। কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগ্যও সঙ্গ দিতে হয়৷ এমনই ঘটেছিল এই অভিনেত্রীর সঙ্গে৷ অভিনয় করব না করব না করেই, তিনি পা রাখেন হিন্দি সিরিয়াল জগতে৷ এমনকী বলিউডে কাজ করার পাশাপাশি সুযোগ পান অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগও পান৷ কে এই অভিনেত্রী?
advertisement
3/8
২০০৪-এ 'ভারতের সেরা সিনেস্টার কি খোজ' দিয়ে তাঁর কর্মজীবন শুরু৷ ২০০৬এ জনপ্রিয় টিভি সিরিয়াল 'বানু ম্যায় তেরি দুলহান'-এ প্রধান ভূমিকায় দেখা যায়। এই সিরিয়ালের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিতি পান। তিন বছর ধরে এই সিরিয়ালের প্রধান ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করেন দিব্যাঙ্কা ত্রিপাঠি।
advertisement
4/8
'বনু ম্যায় তেরি দুলহান'-এর পর দিব্যাঙ্কা ত্রিপাঠি 'খানা খাজানা', 'ইন্তেজার', 'মিস্টার অ্যান্ড মিসেস শর্মা এলাহাবাদওয়ালে', 'রামায়ণ', 'তেরি মেরি লাভ স্টোরিস', 'আদালত', 'ইয়ে হ্যায় মহব্বতে'-এর মতো সিরিয়াল করেছেন। 'ইয়ে হ্যায় মোহাব্বতে' দিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।
advertisement
5/8
তাঁকে 'খতরন কে খিলাড়ি'-তেও দেখা গিয়েছে। এই অভিনেত্রী প্রতি পর্বের জন্য ১-১.৫ লক্ষ টাকার মোটা পারিশ্রমিক নেন।
advertisement
6/8
তবে এই অভিনেত্রী ভারতীয় সেনাবাহিনীর অফিসার হয়ে দেশের সেবা করতে চেয়েছিলেন৷ কিন্তু সেই কাজ তিনি করতে পারেননি৷ ভাগ্য তাঁর জন্য অন্য কিছুই লিখে রেখেছিল৷
advertisement
7/8
ভোপালের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বন্ধুদের সঙ্গে মজা করেই অংশগ্রহণ করেন দিব্যাঙ্কা ত্রিপাঠি৷ সেখানে তিনি জয়ী হন৷ সেখান থেকেই শুরু তাঁর মডেলিং৷ এইভাবে কেরিয়ার শুরু অভিনেত্রীর৷
advertisement
8/8
দিব্যাঙ্কা ত্রিপাঠি শুধু টিভিতেই নয়, বলিউডের সেই কয়েকজন ভাগ্যবান অভিনেত্রীদের মধ্যে রয়েছেন যারা শতাব্দীর মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন। একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল দিব্যাঙ্কা ত্রিপাঠি ও অমিতাভ বচ্চনকে।