TRENDING:

Actress Life: চেয়েছিলেন সেনা অফিসার হতে, অভিনেত্রী হয়ে কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেললেন জনপ্রিয় টেলি অভিনেত্রী!

Last Updated:
Serial Actress: সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য লাখ টাকার বেশি পান তিনি৷ কিন্তু এই অভিনেত্রী অভিনয় করতে চাননি৷ জীবনে চেয়েছিলেন অন্যকিছু৷
advertisement
1/8
চেয়েছিলেন সেনা অফিসার হতে, অভিনয় করে কোটি টাকার সম্পত্তি এই জনপ্রিয় নায়িকার
ভোপালের মেয়ে, টিভিপর্দার আদর্শ পুত্রবধূ হয়ে দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে টিভির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম। সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য লাখ টাকার বেশি পান তিনি৷ কিন্তু এই অভিনেত্রী অভিনয় করতে চাননি৷ জীবনে চেয়েছিলেন অন্যকিছু৷
advertisement
2/8
বলিউডে সাফল্য, সম্পদ, খ্যাতি একেবারেই সহজে আসে না। কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগ্যও সঙ্গ দিতে হয়৷ এমনই ঘটেছিল এই অভিনেত্রীর সঙ্গে৷ অভিনয় করব না করব না করেই, তিনি পা রাখেন হিন্দি সিরিয়াল জগতে৷ এমনকী বলিউডে কাজ করার পাশাপাশি সুযোগ পান অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগও পান৷ কে এই অভিনেত্রী?
advertisement
3/8
২০০৪-এ 'ভারতের সেরা সিনেস্টার কি খোজ' দিয়ে তাঁর কর্মজীবন শুরু৷ ২০০৬এ জনপ্রিয় টিভি সিরিয়াল 'বানু ম্যায় তেরি দুলহান'-এ প্রধান ভূমিকায় দেখা যায়। এই সিরিয়ালের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিতি পান। তিন বছর ধরে এই সিরিয়ালের প্রধান ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করেন দিব্যাঙ্কা ত্রিপাঠি।
advertisement
4/8
'বনু ম্যায় তেরি দুলহান'-এর পর দিব্যাঙ্কা ত্রিপাঠি 'খানা খাজানা', 'ইন্তেজার', 'মিস্টার অ্যান্ড মিসেস শর্মা এলাহাবাদওয়ালে', 'রামায়ণ', 'তেরি মেরি লাভ স্টোরিস', 'আদালত', 'ইয়ে হ্যায় মহব্বতে'-এর মতো সিরিয়াল করেছেন। 'ইয়ে হ্যায় মোহাব্বতে' দিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।
advertisement
5/8
তাঁকে 'খতরন কে খিলাড়ি'-তেও দেখা গিয়েছে। এই অভিনেত্রী প্রতি পর্বের জন্য ১-১.৫ লক্ষ টাকার মোটা পারিশ্রমিক নেন।
advertisement
6/8
তবে এই অভিনেত্রী ভারতীয় সেনাবাহিনীর অফিসার হয়ে দেশের সেবা করতে চেয়েছিলেন৷ কিন্তু সেই কাজ তিনি করতে পারেননি৷ ভাগ্য তাঁর জন্য অন্য কিছুই লিখে রেখেছিল৷
advertisement
7/8
ভোপালের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বন্ধুদের সঙ্গে মজা করেই অংশগ্রহণ করেন দিব্যাঙ্কা ত্রিপাঠি৷ সেখানে তিনি জয়ী হন৷ সেখান থেকেই শুরু তাঁর মডেলিং৷ এইভাবে কেরিয়ার শুরু অভিনেত্রীর৷
advertisement
8/8
দিব্যাঙ্কা ত্রিপাঠি শুধু টিভিতেই নয়, বলিউডের সেই কয়েকজন ভাগ্যবান অভিনেত্রীদের মধ্যে রয়েছেন যারা শতাব্দীর মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন। একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল দিব্যাঙ্কা ত্রিপাঠি ও অমিতাভ বচ্চনকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actress Life: চেয়েছিলেন সেনা অফিসার হতে, অভিনেত্রী হয়ে কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেললেন জনপ্রিয় টেলি অভিনেত্রী!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল