Guess the Celebrity: ২৪ বছরে মা হন! ক্রিকেটার,ব্যবসায়ী-সহ ১১ জনের সঙ্গে উদ্যাম প্রেম! ৪৯ বছরেও সিঙ্গল এই বিশ্বসুন্দরী অভিনেত্রী, কে চিনতে পারছেন?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bollywood Gossip: ২৪ বছরে প্রথমবার মা হন এই অভিনেত্রী। ক্রিকেটার,ব্যবসায়ী-সহ ১১ জনের সঙ্গে উদ্যাম প্রেমের সম্পর্ক। তারপরেও ৪৯ বছর বয়সেও একা এই অভিনেত্রী। কে এই অভিনেত্রী চিনতে পারছেন?
advertisement
1/8

*২৪ বছরে প্রথমবার মা হন এই অভিনেত্রী। ক্রিকেটার,ব্যবসায়ী-সহ ১১ জনের সঙ্গে উদ্যাম প্রেমের সম্পর্ক। তারপরেও ৪৯ বছর বয়সেও একা এই অভিনেত্রী। কে এই অভিনেত্রী চিনতে পারছেন?
advertisement
2/8
*এই বলিউড অভিনেত্রী প্রতিটি পদক্ষেপে তার প্রতিটি সিদ্ধান্ত দিয়ে সমাজের তৈরি স্টিরিওটাইপ ভেঙেছেন। তা সে ২৪ বছর বয়সে বিয়ে না করেই মা হওয়া হোক বা অনেকের সঙ্গে ডেটিং করার পরও অবিবাহিত থাকা। আজ তাঁর জন্মদিন। (ছবি সৌজন্যে-instagram@sushmitasen47)
advertisement
3/8
*সুস্মিতা সেন মিস ইন্ডিয়া এবং তারপরে মিস ইউনিভার্স খেতাব জেতেন। এরপর ১৯৯৬ সালে মহেশ ভাটের 'দস্তক' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এই ছবির কিছুদিন পরেই সুস্মিতা সেন বিক্রম ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। (ছবি সৌজন্যে-instagram@sushmitasen47)
advertisement
4/8
*বিক্রম ভাটের পাশাপাশি সিমি গারেওয়ালের শোতেও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের জীবন বরাবরই তার ভক্তদের জন্য একটি খোলা বই। নিজের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলতে কখনও দ্বিধা করেন না তিনি। (ছবি সৌজন্যে-instagram@sushmitasen47)
advertisement
5/8
*সুস্মিতা সেন ২৪ বছর বয়সে কন্যা সন্তান দত্তক নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। বিয়ে না করেই কন্যা সন্তানের মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রির এই পদক্ষেপটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল সেইসময়। (ছবি সৌজন্যে-instagram@sushmitasen47)
advertisement
6/8
*অভিনেত্রী তাঁর দ্বিতীয় কন্যাকে দত্তক নেওয়ার জন্য দীর্ঘ আইনি লড়াইও করেছিলেন। সামাজিক ও আইনি জটিলতার সম্মুখীন হয়ে সুস্মিতা সেন শুধু দুই কন্যাকে দত্তকই নেননি, একা হাতে তাঁদের বড় করছেন। instagram@sushmitasen47 করেছেন।
advertisement
7/8
*বিখ্যাত ক্রিকেটার, ব্যবসায়ী ও বহু অভিনেতার সঙ্গে জড়িয়েছিল সুস্মিতা সেনের নাম। বিক্রম ভাটের পর ললিত মোদি, সঞ্জয় নারাং, রণদীপ হুডা, ইমতিয়াজ খাতরি, ওয়াসিম আক্রম, মুদাসসর আজিজের সঙ্গে নাম জড়িয়েছে এই প্রাক্তন মিস ইউনিভার্সের। (ছবি সৌজন্যে-instagram@sushmitasen47)
advertisement
8/8
*সুস্মিতা সেন দীর্ঘদিন ধরে অভিনেতা ও মডেল রোহমান শলের সঙ্গে ডেট করছেন। তবে গত বছর অভিনেত্রী একটি পোস্ট শেয়ার করে অভিনেতার সঙ্গে তাঁর বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। ব্রেকআপের পরও সুস্মিতা সেন ও রোহমান শলের মধ্যে খুব ভাল বন্ডিং রয়েছে। যদিও এখনও বহুবার একসঙ্গে দেখা যায় এই প্রাক্তন জুটিকে। (ছবি সৌজন্যে-instagram@sushmitasen47)