Actress: মাত্র ৮ বছরে নেশায় হাতেখড়ি, মদের সঙ্গে যোগ হয় ড্রাগসও! পুড়ে ছাই হয়ে যায় ৫২ কোটির বাড়ি, নায়িকার জীবনটাই যেন সিনেমা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Actress Life: বয়স তখন মাত্র ৮। সেই বয়সেই নেশায় হাতেখড়ি। প্রথমে মদ, তারপর ধীরে ধীরে ড্রাগস। নেশার ভয়ঙ্কর আসক্তিকে সঙ্গী করেই হয়ে উঠলেন নায়িকা। ভাবছেন কোনও সিনেমার গল্প।
advertisement
1/9

বয়স তখন মাত্র ৮। সেই বয়সেই নেশায় হাতেখড়ি। প্রথমে মদ, তারপর ধীরে ধীরে ড্রাগস। নেশার ভয়ঙ্কর আসক্তির মাঝেই হয়ে উঠলেন নায়িকা। ভাবছেন কোনও সিনেমার গল্প।
advertisement
2/9
শুনতে খানিকটা সিনেমার মতো মনে হলেও এই ঘটনা একেবারেই সত্যি। শুধু তাই বিশ্ববিখ্যাত কেরিয়ারের শীর্ষেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তাঁর বাড়ি।
advertisement
3/9
একটি সাক্ষাত্কারে নিজেই নিজের জীবনের কথা বলেছিলেন অভিনেত্রী। মডেল হিসেবেও বিশ্বজোড়া খ্যাতি তাঁর। তাঁর ঘটনাবহুল জীবন হার মানায় সিনেমার গল্পকেও।
advertisement
4/9
ইংরেজ সুপারমডেল এবং অভিনেত্রী কারা ডেলেভিন খুব ছোটো বেলাতেই নেশায় আসক্ত হয়ে পড়েন। ৩১ বছর বয়সী নায়িকা জানান মাত্র ৮ বছর বয়সে এক আত্মীয়ার বিয়েতে তিনি প্রথম মদ খান।
advertisement
5/9
তিনি বলেন, ‘‘আমার তখন মাত্র ৮ বছর বয়স যখন প্রথম মদ খেয়েছিলাম।’’ পরে তিনি ড্রাগের নেশাতেও আসক্ত হয়ে পড়েন। নিজের নেশায় আসক্তির কথা অকপটে স্বীকার করে নেন তিনি।
advertisement
6/9
নেশার কথা স্বীকার করে কারা বলেন, ‘‘আমি ভেবেছিলাম নেশা আমাকে সাহায্য করবে সব সমস্যা থেকে মুক্তি পেতে। কিন্তু সে ভাবনা একেবারেই ভুল ছিল। আমি আরও ডিপ্রেসনের মধ্যে চলে যাচ্ছিলাম।’’
advertisement
7/9
আর্ন্তজাতিক মানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে কারা জানান, ২০২২ সালের বার্নিং ম্যান উৎসবের একটি ঘটনা তাঁর জীবন বদলে দেয়।
advertisement
8/9
একটি রিপোর্ট অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার স্টুডিও সিটিতে তাঁর বাড়ি আগুন লেগে পুড়ে যায়। বাড়ি পুড়ে যাওয়ার বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন কারা। কিন্তু ততদিনে তিনি নিজেকে খারাপ অভ্যাস থেকে বের করে এনেছেন।
advertisement
9/9
পরে কারা নিজেই স্বীকার করেন যে, ভাগ্যিস তিনি নিজের মধ্যে সংযমের বোধ গড়ে তুলতে পেরেছিলেন। তাই এতবড় আর্থিক ক্ষতিও সামলে উঠতে পেরেছিলেন।