TRENDING:

Bollywood News: Divya Bharti | হাড়হিম! ভয়ঙ্কর! দিব্যা ভারতী মারা যাওয়ার পরেই ঘটে সেই অলৌকিক ঘটনা, স্ক্রিনে দিব্যার মুখ দেখাতেই... গায়ে কাঁটা দেয় আজও

Last Updated:
Bollywood News: Divya Bharti | অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে ক্ষতি হয়েছিল প্রায় ৫টি ছবির।
advertisement
1/5
দিব্যা ভারতী মারা যাওয়ার পরে ঘটে অলৌকিক ঘটনা, স্ক্রিনে দিব্যার মুখ দেখাতেই...
দিব্যা ভারতী। বলিউডের মিষ্টি হাসির এই নায়িকা ধুমকেতুর মতো এসছিলেন। তাঁর এক ঝলকে চমকে উঠেছিল বলিউড। মিষ্টি হাসির দিব্যাকে নিয়ে শুরু হয়েছিল হই-চই। কিন্তু মাত্র ১৯ বছর বয়সে এই নায়িকার মৃত্যু যেন আজও মানতে পারেনি বলিউড থেকে গোটা দেশ। ১৯৯৩ সালে ৫ এপ্রিল। মুম্বইয়ের ৫ তলা বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছিলেন অভিনেত্রী দিব্যা ভারতী। যদিও তাঁর মৃত্যুর পর মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। তবে দিব্যার মৃত্যু আত্মহত্যা, নাকি খুন, না নেহাতই দুর্ঘটনা! সে রহস্য আজও রহস্যই রয়ে গিয়েছে।
advertisement
2/5
অনেকেই মনে করেন দিব্যার মৃত্যু নেহাতই দুর্ঘটনা। তবে অনেকের ধারনা দিব্যা খুন হয়েছিলেন, যাতে হাত ছিল তাঁর স্বামী সাজিদ নাদিওয়াদওয়ালার। অনেকে আবার বলেন মায়ের সঙ্গে মনোমালিন্যের জন্যই আত্মহত্যা করেছিলেন দিব্যা। তবে সত্যটা আজও জানা যায়নি। তবে তাঁর ডেথ সার্টিফিকেটে অস্বাভাবিক মৃত্যুর কথাই বলা হয়েছে।
advertisement
3/5
অভিনেত্রীর আকষ্মিক মৃত্যুতে ক্ষতি হয়েছিল প্রায় ৫টি ছবির। তবে দিব্যা চলে গেলও তাঁর মা-বাবার কাছে দিব্যার স্মৃতি আজও অমলিন। এখনও দিব্যার জন্মদিন পালন করেন তাঁর মা মীতা ভারতী ও বাবা ওম প্রকাশ ভারতী।
advertisement
4/5
দিব্যা ভারতী বব্বিলি রাজা (১৯৯০) ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন ৷ ছবিটি তেলুগু ভাষায় নির্মিত হয়েছিল ৷ পরিচালক বি গোপালের নির্দেশনায় ছবিটি নির্মিত হয়েছিল ৷ তেলুগু অভিনেতা ভেঙ্কটেশের সঙ্গে অভিনয় করেছিলেন৷ দিব্যা ভারতী তেলুগু অ্যাকশান কমেডি ছবি রাওড়ি আল্লুড়ু (১৯৯১)-ls চিরঞ্জীবির সঙ্গে অভিনয় করেছিলেন ৷ এই ছবিতে পরিচালন করেছিলেন কে.রাঘবেন্দ্র রাও ৷
advertisement
5/5
রং ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন আয়েষা জুলেখা এবং দিব্যা ভারতী৷ আয়েষা জানিয়েছেন, দিব্যার মৃত্যুর পরে যখন ছবির ট্রায়াল হয় তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে৷ যখনই দিব্যা স্ক্রিনে আসেন তখনই স্ক্রিন ভেঙে পড়ে৷ সেই ঘটনা আজও ভোলেননি আয়েষা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood News: Divya Bharti | হাড়হিম! ভয়ঙ্কর! দিব্যা ভারতী মারা যাওয়ার পরেই ঘটে সেই অলৌকিক ঘটনা, স্ক্রিনে দিব্যার মুখ দেখাতেই... গায়ে কাঁটা দেয় আজও
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল