১৫ বছর বয়সে কাজ শুরু, নায়িকা এখন ১৩০০ কোটি টাকার মালিক ! সিনেমা ছেড়েছেন অনেক বছর হয়ে গেল
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সফল চলচ্চিত্র তারকার চোখের পলকে উধাও হয়ে যাওয়া নতুন কিছু নয়। বিশেষ করে নায়িকাদের ক্ষেত্রে এটা হয়েই থাকে যাঁরা পারিবারিক জীবনকে গুরুত্ব দেন। আসিন তাঁদেরই একজন!
advertisement
1/6

 সফল চলচ্চিত্র তারকার চোখের পলকে উধাও হয়ে যাওয়া নতুন কিছু নয়। বিশেষ করে নায়িকাদের ক্ষেত্রে এটা হয়েই থাকে যাঁরা পারিবারিক জীবনকে গুরুত্ব দেন। আসিন তাঁদেরই একজন! কিছুদিন আগে আসিন থোটুমকল তাঁর ৪০তম জন্মদিন উদযাপন করেছেন। বলিউডে পা রাখার আগেই তিনি দক্ষিণ ভারতীয় সিনেমায়, বিশেষ করে মলয়ালম সিনেমায় নিজের জায়গা করে নিয়েছিলেন।
advertisement
2/6
 কোচির একটি ক্যাথলিক পরিবারে জন্ম আসিনের, বাবা-মা সিবিআই অফিসার এবং একজন ডাক্তার। কোচিতে পড়াশোনা শেষ করা আসিন তামিল, তেলুগু, ইংরেজি, সংস্কৃত, মলয়ালম, ফরাসি এবং হিন্দি ভাষা সহজেই লিখতে এবং বলতে পারেন। কুনচাকো বোবান অভিনীত সত্যান আঁথিকাড় পরিচালিত ২০০১ সালের চলচ্চিত্র 'নরেন্দ্রন মাকান জয়কান্তন ভাকা'-তে অভিনয় করার সময় অসিনের বয়স ছিল মাত্র ১৫ বছর। এরপর তেলুগু ছবিতে মনোযোগ দিতে শুরু করেন অসিন।
advertisement
3/6
 ২০০৪ সালে জয়ম রবির বিপরীতে এম. কুমারন ‘সন অফ মহালক্ষ্মী’ সিনেমার মাধ্যমে অসিন তাঁর তামিল ছবির জগতে অভিষেক সম্পন্ন করেন। এরপর তিনি প্রভাসের বিপরীতে তেলেগু ছবি 'চক্রম'-এ অভিনয় করেন। এরপর 'উল্লাম কেট্টুকুমে' সিনেমাটি মুক্তি পায়।
advertisement
4/6
 এর মধ্য দিয়ে শুরু হয় তামিলে আসিনের কেরিয়ার। সুরিয়ার 'গজনী' এবং 'ভেল'-এর মতো সিনেমা; বিক্রমের 'মাজা', বিজয়ের 'শিবকাশী' এবং পোক্কিরি; এবং অজিতের 'ভারালারু' এবং 'আলভার' আসিনকে তামিল দর্শকদের প্রিয় করে তুলেছে।
advertisement
5/6
 কমল হাসান অভিনীত 'দশাবতারম' এবং বিজয়ের 'কাভালান'-এর মতো চলচ্চিত্রগুলি আসিনকে তামিল সিনেমায় একটি উল্লেখযোগ্য তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কাভালানের পর আসিন তাঁর পুরো মনোযোগ বলিউডের দিকে নিবদ্ধ করেন। 'গজিনি', 'রেডি', 'হাউসফুল ২', 'বোল বচ্চন', 'খিলাড়ি ৭৮৬' ইত্যাদি ছবিতে আসিন দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। তিনি সলমন খান, আমির খান, অভিষেক বচ্চন, অজয় দেবগন এবং অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নেন।
advertisement
6/6
 ১০ বছর হয়ে গেল আসিন চলচ্চিত্র থেকে সম্পূর্ণ বিরতি নিয়েছেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০১৫ সালের 'অল ইজ ওয়েল' ছবিতে। ১৪ বছরের চলচ্চিত্র কেরিয়ারে আসিন ২৫টি ছবিতে অভিনয় করেছেন। আসিন সুপরিচিত ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেছেন। রাহুল শর্মা মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতাদের একজন। বিয়ের পর আসিন চলচ্চিত্র থেকে সম্পূর্ণ অবসর নিয়েছেন। দর্শকরা তাঁকে মিস করছেন ঠিকই, তবে সেটা নিয়ে মাথা ঘামাতে নারাজ নায়িকা!
