Angana Roy: ৮ মাসেই নায়িকা বদল ধারাবাহিকে, সিরিয়াল ছাড়ছেন অঙ্গনা, ‘তুমি আশেপাশে থাকলে’-তে রোহনের সঙ্গে জুটি ভাঙল নায়িকার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Angana Roy: প্রবল জনপ্রিয়তা পেয়েছিল অঙ্গনা রায় এবং রোহন ভট্টাচার্যের জুটি। কিন্তু বেশি দিন দর্শক তাঁদের প্রেমের গল্প দেখতে পেল না। যদিও দেব-পারোর গল্পে ছেদ পড়বে না।
advertisement
1/12

‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে হঠাৎ ছন্দপতন। প্রবল জনপ্রিয়তা পেয়েছিল অঙ্গনা রায় এবং রোহন ভট্টাচার্যের জুটি। কিন্তু বেশি দিন দর্শক তাঁদের প্রেমের গল্প দেখতে পেল না। যদিও দেব-পারোর গল্পে ছেদ পড়বে না। পর্দার গল্পে যাতে বিরতি না পড়ে, তাই জন্যই সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী অঙ্গনা রায়।
advertisement
2/12
শারীরিক অসুস্থতার কারণে এই মুহূর্তে বেশ কিছুদিনের বিশ্রামের প্রয়োজন অঙ্গনার। ১০ দিন আগে মেডিক্যাল এমার্জেন্সি হয় তাঁর। চিকিৎসকের কথা মতো আগামী দু’সপ্তাহ টানা শয্যাশায়ী থাকতে হবে নায়িকাকে।
advertisement
3/12
এপিসোড ব্যাঙ্কিং করে রাখারও উপায় নেই আপাতত। প্রথমত, সেই সময়টা অঙ্গনা এই মুহূর্তে দিতে পারবেন না। দ্বিতীয়ত, যেই ধরনের শারীরিক কসরত করতে হবে শ্যুটিংয়ে, অসুস্থতার কারণে সেটা এখন তিনি করতে পারবেন না।
advertisement
4/12
তাই সিরিয়াল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গনা। জুনের শেষের দিকে সুস্থ হয়ে যাবেন বলেই আশা করছেন অঙ্গনা। তারপর আবার কাজ শুরু করবেন। কিন্তু ধারাবাহিকের জগতে এখনই হয়তে তাঁকে দেখা যাবে না।
advertisement
5/12
ছবি এবং ওয়েব সিরিজের কাজ নিয়ে আবার ময়দানে নামবেন অঙ্গনা। তবে ৮ মাস ধরে পার্বতীর চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে পড়ার পর হঠাৎ সিরিয়াল ছেড়ে দিতে খুবই কষ্ট হচ্ছে অঙ্গনার।
advertisement
6/12
নিউজ18 বাংলাকে তিনি বললেন, ‘‘গত শুক্রবার সেটে শেষ বার গিয়েছিলাম। সবার জন্যই মন খারাপ করছে। পার্বতীর চরিত্রের জন্যই সবচেয়ে বেশি।’’
advertisement
7/12
‘‘এতদিন ধরে এই চরিত্রের সঙ্গে একত্রযাপন, সেই মুহূর্তগুলির কথা মনে পড়বে। ডাবল রোলে অভিনয় করলাম, গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করলাম। ভাল অভিজ্ঞতা।’’
advertisement
8/12
নায়িকার কথায়, ‘‘কিন্তু আমি ভাগ্যবান যে সবাই আমার সমস্যাটা বুঝতে পেরেছেন। আবার কোনওদিন চরিত্র পছন্দ হলে, গল্প পছন্দ হলে টেলিভিশন করব নিশ্চয়ই। নাটক, সিনেমা, ওয়েবে কাজ করেছি, কিন্তু সিরিয়াল বাদ ছিল। সেই ইচ্ছেপূরণ হয়েছে পার্বতীর হাত ধরে।’’
advertisement
9/12
‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিক থেকেই রোহনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অঙ্গনার। টেলিপাড়ায় ফিসফাস চলছিল, গত পাঁচ-ছয় মাস ধরে তাঁর সম্পর্কে রয়েছেন। যদিও সে বিষয়ে খুব স্পষ্ট করে কোনওদিনই কিছু বলেননি নায়ক বা নায়িকা।
advertisement
10/12
এবার ধারাবাহিক ছাড়ার সময় রোহনের বিষয়ে অঙ্গনা বললেন, ‘‘আমাদের বন্ধুত্বটা অনেক পুরনো। তবে হ্যাঁ, সিরিয়ালের পর থেকে সেটা আরও গভীর হয়েছে। আর আমি সিরিয়াল ছেড়ে দিলেও সেই বন্ধুত্বটা নিশ্চয়ই থাকবে।’’
advertisement
11/12
নায়িকার কথায়, ‘‘নিয়মিত আমার স্বাস্থ্যের খবর নেওয়া, শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকার চেষ্টা করে চলেছে রোহন। সেটা শ্যুটিং সেট এক না হলেও থেকে যাবে বলেই আমি মনে করি।’’
advertisement
12/12
শোনা যাচ্ছে, অঙ্গনার পরে ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে পার্বতীর জুতোয় পা গলাবেন অভিনেত্রী রুকমা রায়। এবার রোহন-রুকমার জুটি কতটা পছন্দ করেন জনতা, সেটাই দেখার।