TRENDING:

নুসরতের রিসেপশনে বসিরহাটের মাখা সন্দেশ, এলাহি ব্যবস্থা শহরের পাঁচতারা হোটেলে, আর থাকছে কী কী?

Last Updated:
advertisement
1/7
নুসরতের রিসেপশনে বসিরহাটের মাখা সন্দেশ, এলাহি ব্যবস্থা শহরের পাঁচতারা হোটেলে
তুরস্কে বোদরুমের মাটিতে এক স্বপ্নের মতো বিয়ে করেছেন টলিউড অভিনেত্রী ও সদ্য সংসদ হওয়া নুসরত জাহান ৷ ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গেই এলাহি কায়দায় সাতপাকে বাঁধা পড়েছেন নুসরত ৷
advertisement
2/7
এবার শহরে ফিরে রিসেপশনের পালা ৷ আগামিকাল ৪ জুলাই শহরের এক পাঁচতারা হোটেলেই রিসেপশনের বন্দোবস্ত করে ফেলেছেন নুসরত ও নিখিল ৷
advertisement
3/7
সংবাদ সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, নুসরতের এই রিসেপশনে অতিথি তালিকায় থাকবেন টলিউড ইন্ডাস্ট্রির প্রায় সবাই ৷ থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের নেতা, নেত্রীরা ৷ থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এমনকী, শোনা গিয়েছে শাহরুখ খানকেও নিজে ফোন করে নিমন্ত্রণ করেছেন নুসরত ৷
advertisement
4/7
তবে অতিথি তালিকায় চমক নয় ৷ চমক থাকবে রিসেপশনের খাওয়া-দাওয়াতেও ৷ নুসরত নাকি নিজে বেছেছেন খাবার ৷ নিজেই তৈরি করেছেন তালিকা ৷
advertisement
5/7
খাবার তালিকায় থাকবে ইতালিয়ান, বাঙালি খাবার ৷ থাকবে নানা ধরণের নিরামিষ ও আমিষের সম্ভার ৷ থাকবে ইলিশ মাছ, ভেটকি মাছ এবং রাজশাহি বিরিয়ানি ৷
advertisement
6/7
তবে নিজে যেহেতু নুসরত মিষ্টি খেতে ভালোবাসেন, তাই ডেসার্টের তালিকায় থাকছে বসিরহাটের স্পেশাল মাখা সন্দেশ ৷ সঙ্গে থাকবে আম সন্দেশ, আম দিয়ে তৈরি নানা মিষ্টিও ৷
advertisement
7/7
রিসেপশন অনুষ্ঠানের থিম সেজে উঠছে নিখিল জৈনের ব্যবসাকে মাথায় রেখেই, অর্থাৎ সুতো, সেলাই মেশিনই থাকছে রিসেপশনের সাজে ৷ এছাড়াও নাকি আরও সারপ্রাইজ দিতে পারেন নুসরত ও নিখিল ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
নুসরতের রিসেপশনে বসিরহাটের মাখা সন্দেশ, এলাহি ব্যবস্থা শহরের পাঁচতারা হোটেলে, আর থাকছে কী কী?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল