TRENDING:

Gossip: বাঙালি বাবা-বিদেশি মায়ের ডিভোর্স, বহু বছর পর মন খুলে নিজের ছোটবেলার কথা বললেন নায়িকা

Last Updated:
অমলার ব্যক্তিগত জীবন বললেই বিবাহিত জীবন সম্পর্কেই সকলে কথা বলেন। অভিনেতা নাগার্জুনের স্ত্রী অমলার এক পুত্র সন্তান রয়েছে যার নাম অখিল আক্কিনেনি। এটি ছিল নাগার্জুনের দ্বিতীয় বিবাহ।
advertisement
1/6
বাঙালি বাবা-বিদেশি মায়ের ডিভোর্স, বহু বছর পর মন খুলে নিজের ছোটবেলার কথা বললেন নায়িকা
দক্ষিণী সিনেমা জগতে নিজের জন্য সুনাম তৈরি করা এই তরুণী সুন্দরীর মুখ যারা দেখেছেন, তাদের অনেকেই বহু বছর আগেও এমন সন্দেহ পোষণ করেছেন। তিনি দেখতে ভারতীয়ের চেয়ে বেশি বিদেশীর মতো। এই নায়িকা একজন ভারতীয় বাবা এবং একজন আইরিশ মায়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। যখন তিনি মালায়লাম সিনেমায় সুরেশ গোপীর নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ২৩ বছর। পরবর্তীতে, এই অভিনেত্রী দক্ষিণ ভারতীয় সিনেমার এক অপরিহার্য অংশ হয়ে ওঠেন। তিনি একজন বিশিষ্ট দক্ষিণ ভারতীয় নায়কের স্ত্রী এবং তার ছেলের মাও বটে। বহু বছর পর, তিনি তাঁর জীবনের অব্যক্ত অধ্যায়ের কথা খুলে বলেন।
advertisement
2/6
সেই অভিনেত্রীর নাম অমলা আক্কিনেনি। 'এন্তে সূর্যপুত্রিক' সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করা মেয়েটিকে দেখে অনেক দর্শক ভ্রু কুঁচকেছিলেন। অমলা আক্কিনেনি মায়া বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন একজন মেয়ের চরিত্রে যে নিজের অধিকারে খুবই আত্মবিশ্বাসী ছিল। অমলা শ্রীবিদ্যার চরিত্র বসুন্ধরা দেবীর মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। 'এন্তে সূর্যপুত্রিক' এমন একটি ছবি ছিল যেখানে একজন তরুণীর মানসিক দ্বন্দ্ব এবং জীবনকে তুলে ধরা হয়েছিল, যে তার বাবা এবং মা কে তা না জেনেই বড় হতে হয়েছিল।
advertisement
3/6
অমলার ব্যক্তিগত জীবন বললেই বিবাহিত জীবন সম্পর্কেই সকলে কথা বলেন। অভিনেতা নাগার্জুনের স্ত্রী অমলার এক পুত্র সন্তান রয়েছে যার নাম অখিল আক্কিনেনি। এটি ছিল নাগার্জুনের দ্বিতীয় বিবাহ। অভিনেতা নাগা চৈতন্য তাঁর প্রথম বিবাহের পুত্র। সম্প্রতি অমলা তার বিদেশী মা এবং বাঙালি বাবার জীবন সম্পর্কে যে কিছু কথা খুলে বলেছেন, তার কিছু বিষয় সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।
advertisement
4/6
ইউটিউব চ্যানেল 'আভাল ভিকাতান'-এ এক সাক্ষাৎকারে অমলা আক্কিনেনির অবিবাহিত জীবন সম্পর্কে জানা গিয়েছে। অমলা স্পষ্ট করে বলেন যে তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাঁর বাবা আবার বিয়ে করেছিলেন। অমলা আক্কিনেনির বাবা, একজন নৌবাহিনীর কর্মকর্তা, উত্তর প্রদেশে শিক্ষিত এবং বেড়ে ওঠেন। বিবাহবিচ্ছেদ পর, মায়ের সঙ্গেই ছিলেন অমলার।
advertisement
5/6
মা তাঁর খুব প্রিয়। এখন তিনি তাঁর স্বামী নাগার্জুনের সঙ্গে থাকেন। তাঁর মা এখন ৮৮ বছর বয়সি। তিনি বর্তমানে বাবা এবং মায়ের সেবা করে চলেছেন নিয়মিত। তাঁর বাবা উত্তরাখণ্ডের হিমালয়ে থাকেন। যদি তিনি যান, তবে তিনি সেখানে দশ দিন কাটানোর পরেই ফিরে আসেন।
advertisement
6/6
অমলা আক্কিনেনি মালায়ালম ভাষার খুব কম ছবিতেই অভিনয় করেছেন। দ্বিতীয় ছবি ছিল 'উল্লাতাচা'। এতে তিনি মোহনলালের সঙ্গে অভিনয় করেছিলেন। এরপর ২০১৭ সালে 'কেয়ার অফ জাইরা ভানু' ছবিতে অমলা প্রত্যাবর্তন করেন। অমলা আক্কিনেনি তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি ভাষার ছবিতে অভিনয় করেছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Gossip: বাঙালি বাবা-বিদেশি মায়ের ডিভোর্স, বহু বছর পর মন খুলে নিজের ছোটবেলার কথা বললেন নায়িকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল