TRENDING:

Riju Biswas Controversy: ঋজু বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী অলোকানন্দা গুহ, প্রকাশ্যে আনলেন অতীতের অভিজ্ঞতা

Last Updated:
Riju Biswas Controversy: অভিনেতা ঋজু বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী অলোকানন্দা গুহ। প্রকাশ্যে আনলেন ২০১১ সালের সেই ঘটনার কথা, জানালেন কীভাবে তাঁকে অশালীন মেসেজ পাঠিয়েছিলেন ঋজু। ভিডিও পোস্ট করে নায়িকা বললেন, “এটা ওর স্বভাব, মানসিক অবস্থা নয়।”
advertisement
1/7
ঋজু বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী অলোকানন্দা গুহ, প্রকাশ্যে আনলেন অতীতের কথা
অভিনেতা ঋজু বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন এক মডেল। তিনি দাবি করেছিলেন, ঋজু তাঁকে নানা অশালীন বার্তা পাঠিয়ে উতক্ত্য করেছিলেন। এরপর একে একে আরও অনেক মহিলাই নায়কের পাঠানো বার্তা প্রকাশ্যে আনেন।
advertisement
2/7
প্রথমে চুপ থাকলেও পরে আত্মপক্ষ সমর্থনে নানা মন্তব্য করেন ঋজু এবং দাবি করেন তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এদিকে, অভিনেতার প্রতি কিছু মানুষের সমর্থন দেখা গেলে, এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী অলোকানন্দা গুহ।
advertisement
3/7
রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন অলোকানন্দা। সেখানে তিনি জানান, “ভাবিনি এই বিষয়টা নিয়ে কিছু বলব, কিন্তু দেখলাম কয়েকজন ওঁর সাপোর্ট করছে, যা আমি নিতে পারলাম না। কারণ তাঁরা ওঁকে সত্যিকারে চেনেন না।”
advertisement
4/7
অলোকানন্দা জানান, ২০১১ সালে তিনি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন। অডিশনের খোঁজে একাধিক জায়গায় যোগাযোগ করছিলেন। তখনই ঋজু বিশ্বাস তাঁর পুরনো ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন মেসেজ পাঠান এবং দেখা করার প্রস্তাব দেন। অভিনেত্রী বলেন, “আমি মাকে, কাকুকে, বোনকে নিয়ে গিয়েছিলাম ওঁর বাড়িতে। এতে ঋজু খুব অপ্রস্তুত হয়ে পড়েন ও পরে হোয়াটসঅ্যাপে বলেন—‘তুমি এত লোক নিয়ে এলে কেন? আমার মুড নষ্ট করলে।’”
advertisement
5/7
এরপর অভিনেত্রী জানান, ঋজু তাঁকে ব্লক করে দেন। কয়েক বছর পর, ২০১৭ সালে, আবারও নায়কের কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট ও অশালীন বার্তা পান তিনি। তাতেও কোনও প্রতিক্রিয়া না দেখালে ঋজু আরও বিরূপ আচরণ করেন বলে অভিযোগ করেন অলোকানন্দা।
advertisement
6/7
অভিনেত্রীর বক্তব্য, “ও যেমন অন্য মেয়েদের সঙ্গে ব্যবহার করেছে, আমার সঙ্গেও করেছে। আমি বিষয়টা ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন এতজন ওঁর সাপোর্ট করছে দেখে চুপ থাকতে পারলাম না।”
advertisement
7/7
তিনি আরও বলেন, “অনেকে বলছেন এখন কেন বলছি? তখন আমি নতুন ছিলাম, চেনা মুখও ছিলাম না। এখন সোশ্যাল মিডিয়া আমাদের আওয়াজ তুলতে সাহায্য করছে। তবে প্রমাণ জোগাড়ের ঝামেলায় যেতে চাই না, যদি আইনি পদক্ষেপ নেওয়া হয়, তখন প্রমাণ দিতে পারব।” শেষে অলোকানন্দার মন্তব্য, “ঋজুর তখন সিরিয়াল রমরম করে চলছিল। তাই ওর মানসিক অবস্থা নয়, এটা ওর স্বভাব।”
বাংলা খবর/ছবি/বিনোদন/
Riju Biswas Controversy: ঋজু বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী অলোকানন্দা গুহ, প্রকাশ্যে আনলেন অতীতের অভিজ্ঞতা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল