TRENDING:

চুম্বনের দৃশ্য করতে গিয়ে ছুটেছিল কালঘাম, দিতে হয়েছিল ৩৭টা রিটেকও! নিজের সহ-অভিনেত্রীর বিষয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন এই অভিনেতা

Last Updated:
Actor who once gave 37 retakes for kissing scene: আসলে শুরুটা এতটাও মসৃণ ছিল না। সুভাষ ঘাই পরিচালিত ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাঞ্চি: দ্য আনব্রেকেবল’ ছবিতে পার্শ্বচরিত্র দিয়ে রুপোলি দুনিয়ার যাত্রা শুরু করেছিলেন তিনি। অনেকেই হয়তো তাঁর অভিনয় জীবনের উল্লেখযোগ্য অধ্যায়ের বিষয়ে জানেন না। কথা হচ্ছে অভিনেতা কার্তিক আরিয়ানের বিষয়ে।
advertisement
1/6
চুম্বনের দৃশ্য করতে গিয়ে ছুটেছিল কালঘাম, দিতে হয়েছিল ৩৭টা রিটেকও!
পর্দায় বরাবরই নিজের সৌন্দর্যের জাদু ছড়িয়ে ভক্তদের মনে রাজত্ব করেছেন এই অভিনেতা। আর বিগত এক দশক ধরে একের পর এক দুর্ধর্ষ ছবি বেছে নিচ্ছেন তিনি। এমনকী কাজ করছেন বিখ্যাত এবং বলিষ্ঠ পরিচালকদের সঙ্গে। আর অভিনেতার এহেন বোল্ড চয়েস তাঁর ভক্তদের মুগ্ধ করেছে। কিন্তু তাঁর বর্তমান সফল স্টারডমের পিছনে রয়েছে এক দারুণ কাহিনি। আসলে শুরুটা এতটাও মসৃণ ছিল না।
advertisement
2/6
সুভাষ ঘাই পরিচালিত ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাঞ্চি: দ্য আনব্রেকেবল’ ছবিতে পার্শ্বচরিত্র দিয়ে রুপোলি দুনিয়ার যাত্রা শুরু করেছিলেন তিনি। অনেকেই হয়তো তাঁর অভিনয় জীবনের উল্লেখযোগ্য অধ্যায়ের বিষয়ে জানেন না। আমরা কথা বলছি অভিনেতা কার্তিক আরিয়ানের বিষয়ে।
advertisement
3/6
২০১৪ সালের এই ছবিতে ঋষি কাপুর এবং মিঠুন চক্রবর্তীর পাশাপাশি দেখা গিয়েছিল কার্তিক আরিয়ান এবং মিষ্টিকে। আর অভিনেত্রী মিষ্টির সঙ্গে কার্তিকের একটি দৃশ্য সেই সময় রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। ছবি মুক্তি পাওয়ার আগে কার্তিক জানিয়েছিলেন যে, মিষ্টির সঙ্গে তাঁর একটি অনবদ্য চুম্বনের দৃশ্য ছিল। যার জন্য প্রায় ৩৭টি রিটেক দিতে হয়েছিল তাঁকে।
advertisement
4/6
বলাই বাহুল্য যে, চুম্বনের ওই দৃশ্যটি কার্তিক আরিয়ানের জন্য অত্যন্ত কঠিন ছিল। এমনকী পরিচালক সুভাষ ঘাইয়ের কাছে চুম্বন কীভাবে করতে হয়, এ-ও জানতে চাওয়ার কথা ভেবেছিলেন অভিনেতা। শুধু তা-ই নয়, কার্তিক আরও দাবি করেন যে, সহ-অভিনেত্রী মিষ্টিও চুম্বনের দৃশ্যে ইচ্ছা করেই বারবার ভুল করছিলেন।
advertisement
5/6
৩৭টি রিটেকের কথা স্মরণ করে কার্তিক ফিল্মফেয়ারের কাছে একটি সাক্ষাৎকারে বলেন যে, “হয়তো উনি ইচ্ছা করেই বারবার ভুল করছিলেন! সুভাষজি একটা দারুণ চুম্বনের দৃশ্য চেয়েছিলেন। আমি জানতাম না কীভাবে চুম্বন করব। আমি ওঁকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম যে, স্যার দয়া করে আমায় দেখিয়ে দিন কীভাবে করব! আমি কখনও ভাবতে পারিনি যে, একটা চুম্বন দৃশ্য এমন মাথাব্যথার কারণ হয়ে উঠবে। সেই দিন আমরা একে অপরের প্রেমিক-প্রেমিকা হিসেবে প্রায় অভিনয় করে গিয়েছি। সব শেষে আমরা সেটা করতে পেরেছিলাম বলে সুভাষজিও খুশি হয়েছিলেন।”
advertisement
6/6
যদিও বলে রাখা ভাল যে, পর্দায় কার্তিকের চুমু খাওয়ার দৃশ্য ‘কাঞ্চি’ ছবিতেই প্রথম বার নয়। এর আগে নিজের ডেবিউ ছবি ‘প্যায়ার কা পঞ্চনামা’-য় নুসরত ভারুচার সঙ্গেও বেশ ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করেছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবশত ‘কাঞ্চি’ বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেনি। তবে ‘প্যায়ার কা পঞ্চনামা ২’-এর পর ঘুরে গিয়েছিল অভিনেতার ভাগ্যের চাকা। দুর্ধর্ষ সাফল্য পায় ‘প্যায়ার কা পঞ্চনামা’-র এই সিক্যুয়েল এবং এটাই হয় কার্তিক আরিয়ানের কেরিয়ারের টার্নিং পয়েন্ট।
বাংলা খবর/ছবি/বিনোদন/
চুম্বনের দৃশ্য করতে গিয়ে ছুটেছিল কালঘাম, দিতে হয়েছিল ৩৭টা রিটেকও! নিজের সহ-অভিনেত্রীর বিষয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন এই অভিনেতা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল