TRENDING:

তুমুল বিতর্ক, প্রথম স্ত্রীর 'ভয়ঙ্কর' অভিযোগ 'ডিভোর্স না করেই বিয়ে'! তারপরেই কি সব ছবি মুছে ফেললেন হিরণ?

Last Updated:
মারাত্মক অভিযোগ করেন হিরণের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা। জানান, '২০০০ সালে তাঁদের বিয়ে হয়েছে। গত বছর ২৫ বছর পূর্ণ হয়েছে। কিন্তু আইনত কোনও ডিভোর্স হয়নি এবং ডিভোর্সের মামলাও চলছে না। সেক্ষেত্রে প্রথম স্ত্রী থাকতে আইন অনুযায়ী কী করে হিরণ আরেকবার বিয়ে করেন?' তাদের ১৯ বছরের একটা মেয়ে রয়েছে। মেয়ের থেকে দ্বিতীয় স্ত্রী মাত্র দুই বছরের বড়।
advertisement
1/6
তুমুল বিতর্ক, প্রথম স্ত্রীর ডিভোর্স না করেই বিয়ের অভিযোগ! তারপরেই কি সব ছবি মুছলেন হিরণ?
'মজনু', 'মাচো মস্তান', 'লে হালুয়া লে', 'জামাই ৪২০', 'জিও পাগলা', 'ভালবাসা ভালবাসা', 'জামাই বদল', 'মেহের আলি', থাই কারির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে ২০২০ সালের পর আর বড়পর্দায় দেখা যায়নি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে।
advertisement
2/6
তবে মঙ্গলবার সন্ধ্যায় আচমকা তিনি শিরোনামে আসেন দ্বিতীয়বার বিয়ে করে। নিজেই বিয়ের বিভিন্ন ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। পাত্রীর নাম ঋতিকা গিরি। তারপরেই শুরু হয় বিতর্ক।
advertisement
3/6
মারাত্মক অভিযোগ করেন হিরণের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা। জানান, '২০০০ সালে তাঁদের বিয়ে হয়েছে। গত বছর ২৫ বছর পূর্ণ হয়েছে। কিন্তু আইনত কোনও ডিভোর্স হয়নি এবং ডিভোর্সের মামলাও চলছে না। সেক্ষেত্রে প্রথম স্ত্রী থাকতে আইন অনুযায়ী কী করে হিরণ আরেকবার বিয়ে করেন?' তাদের ১৯ বছরের একটা মেয়ে রয়েছে। মেয়ের থেকে দ্বিতীয় স্ত্রী মাত্র দুই বছরের বড়।
advertisement
4/6
সমাজমাধ্যম ঘেঁটে জানা গিয়েছে, বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। কিন্তু সেভাবে প্রকাশ্যে তা নিয়ে আলোচনা হয়েছিল, এমন নয়। রাজনীতিতে যোগদান করার পর থেকে তিনি মূলত খড়্গপুরেই থাকতেন।
advertisement
5/6
গত লোকসভা নির্বাচনে ঘাটালে দেবের কাছে পরাজয়ের পর হিরণকে রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায়নি। তবে এটাও ঠিক, তিনি যে নতুন সম্পর্কে আছেন, তাও ঘুণাক্ষরে জানা যায়নি। তাঁর স্ত্রীর অভিযোগ, হিরণ মাঝেমধ্যে তার প্রথম স্ত্রীর আবাসনে মেয়ের সঙ্গে দেখা করতে আসেন কিন্তু তারা দুজনেই আলাদা থাকেন। অনিন্দিতা জানিয়েছেন, তুমূল মানসিক অশান্তির মধ্যে দিয়ে তিনি এবং তার মেয়ে যাচ্ছেন। হিরণ তাদের নানাভাবে মানসিক অত্যাচার করেছে। আপাতত তিনি আইনি বিচ্ছেদের বিষয়ে ভাবছেন না। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তারপর ডিভোর্সের মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
advertisement
6/6
তবে এসব বিতর্ক এবং তুমুল জলঘোলা হওয়ার পরেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সব ছবি মুছেছেন হিরণ। তবে এ নিয়ে তিনি কিছুই জানাননি। কলকাতা নয়, বরং অভিনবভাবে বারাণসীতে তথা বেনারসে নতুন জীবন শুরু করেছিলেন অভিনেতা। লাল বেনারসিতে সেজেছিলেন কনে। হলুদ পাঞ্জাবি পরেছিলেন হিরণ। ঋত্বিকা গিরি পেশায় মডেল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
তুমুল বিতর্ক, প্রথম স্ত্রীর 'ভয়ঙ্কর' অভিযোগ 'ডিভোর্স না করেই বিয়ে'! তারপরেই কি সব ছবি মুছে ফেললেন হিরণ?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল