'কাজ নেই...' বিয়ের এক বছরেই 'চূড়ান্ত' অবসাদ? সুশান্তের স্মৃতি ফেরাল ৩৫ এর টেলি অভিনেতার মৃত্যু!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Actor Passed Away: Kannada Actor Sampath J Ram Sudden mysterious death: ফের তরতাজা তরুণ অভিনেতার অস্বাভাবিক মৃত্যু। প্রয়াত উদীয়মান কন্নড় অভিনেতা সম্পত জে রাম। বয়স হয়েছিল ৩৫ বছর। টেলি অভিনেতার আকস্মিক মৃত্যুতে ফিরল সুশান্ত সিং রাজপুতের স্মৃতি।
advertisement
1/9

ফের তরতাজা তরুণ অভিনেতার অস্বাভাবিক মৃত্যু। প্রয়াত উদীয়মান কন্নড় অভিনেতা সম্পত জে রাম। বয়স হয়েছিল ৩৫ বছর। টেলি অভিনেতার আকস্মিক মৃত্যুতে ফিরল সুশান্ত সিং রাজপুতের স্মৃতি। মনে করা হচ্ছে মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন কন্নড় অভিনেতা সম্পত।
advertisement
2/9
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই নাকি হতাশায় ভুগছিলেন রাম, যে পরিমাণ কাজের আশা করছিলেন তা মিলছিল না কিছুতেই। বাধ্য হয়েই চরম পদক্ষেপ করেন তিনি। গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘শ্রী বালাজি ফটো স্টুডিয়ো’। File Photo
advertisement
3/9
ছবির পরিচালক রাজেশ ধ্রুব। সোশ্যাল মিডিয়ায় তিনিই প্রথম এই খবর জানান। রাজেশ লেখেন, “এভাবে যে ছেড়ে চলে যাবে কিছুতেই বুঝতে পারেনি। আরও কত যুদ্ধ জেতা বাকি ছিল। নিজের স্বপ্ন পূরণ করতে এখনও অনেক সময় বাকি আছে। দয়া করে ফিরে এসো।” File Photo
advertisement
4/9
অগ্নিসাক্ষী ধারাবাহিকে অভিনয় করেছিলেন রাম। সেই ধারাবাহিকে তাঁর সহ-অভিনেতা বিজয় সূর্য বলেন, ‘‘অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। প্রথমে ভেবেছিলাম কেউ মজা করছে। কিন্তু পরে ঘটনাটা জানতে পারি। এককথায় দুঃখজনক।’’ File Photo
advertisement
5/9
গত বছরই বিয়ে করেন রাম। তাঁর বিবাহিত জীবন সুখেরই ছিল বলে খবর। কেন এভাবে নিজেকে শেষ করে দিলেন রাম সে হিসেব কিছুতেই মেলাতে পারছেন না তাঁর কাছের মানুষেরা।
advertisement
6/9
কন্নড় টেলিভিশনে তুমুল জনপ্রিয় ছিলেন সম্পত জে রাম। ‘অগ্নিসাক্ষী’র মতো একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ‘শ্রী বালাজি ফটো স্টুডিও’ নামে একটি সিনেমাতেও অভিনয় করেছেন।
advertisement
7/9
কীভাবে সম্পতের মৃত্যু হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে, কর্ণাটকের নেলমঙ্গলা এলাকার বাড়িতেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। আর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
8/9
সূত্রের খবর, কেরিয়ার নিয়ে প্রত্যাশা ছিল সম্পতের। কিন্তু কাঙ্খিত কাজ তিনি পাচ্ছিলেন না। সেই কারণেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন।
advertisement
9/9
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শোনা যায়, সুশান্তও মানসিক অবসাদের শিকার ছিলেন। অভিনেতার মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণের অভিযোগ নিয়েও বিস্তর হইচই হয়েছিল।