Parambrata Chatterjee: পরমব্রতর নতুন লুক! ডার্ক পলিটিক্যাল থ্রিলারের এই আইপি অফিসারের থেকে চোখ ফেরাতে পারবেন না আপনিও
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Parambrata Chatterjee: ফরম্যাল শার্ট, চোখে চশমা, হাতে বন্ধুক হাতে পরমব্রতর লুক তাক লাগিয়ে দেবে দর্শকদের
advertisement
1/5

পরিচালক-প্রযোজক অরিন্দম ভট্টাচার্যের ছবি ‘শিবপুর’। প্রযোজনা করেছেন সন্দীপ সরকার এবং অজন্তা সিংহ রায়। শ্য়ুটিং শুরু হয়েছে ৮ জুলাই থেকে। ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে অভিনেতাদের।
advertisement
2/5
আইপিএস অফিসারের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তারই কয়েকটি ঝলক দেখা গিয়েছে শ্য়ুটিং সেট থেকে।
advertisement
3/5
ফরম্যাল শার্ট, চোখে চশমা, হাতে বন্ধুক হাতে পরমব্রতর লুক তাক লাগিয়ে দেবে দর্শকদের।
advertisement
4/5
আশির দশকের বাম-কংগ্রেস দ্বন্দের জেরে রাজনৈতিক অরাজকতা চরমে উঠেছিল। যা কলকাতার সঙ্গে ছড়িয়ে পড়েছিল সংলগ্ন হাওড়া আর শিবপুরেও। প্রায় প্রতিদিন হত রাজনৈতিক হত্যা। ভয়ে বিকেলের পর বাড়ির বাইরে পা রাখতেন না কেউ। ধীরে ধীরে পরিস্থিতি চলে যাচ্ছিল হাতের বাইরে। আর তখনই এই ঝামেলায় রাশ টেনেছিলেন তৎকালীন বাম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সঙ্গত দিয়েছিল আইপিএস অফিসার সুলতান সিংহ।
advertisement
5/5
শ্য়ুটিং সেটে পরমব্রতর সঙ্গে আরও এক অভিনেতাকে দেখা গিয়েছে, সুজন মুখোপাধ্যায়। এক রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে অভিনেতাকে