TRENDING:

Actor Left Acting for Successful Career: অভিনয় ছেড়েই ভাগ্য ফিরেছে অভিনেতার! করছেন কোটি টাকার আয়, বিদেশে বিশাল সম্পত্তির মালিক

Last Updated:
ময়ূরেশ ফের পড়াশোনায় মনোনিবেশ করেন। এর পর তিনি ফিনান্স জগতে ক্যারিয়ার গড়তে আমেরিকায় যান। অর্থাৎ তিনি পড়াশুনা করতে বিদেশে পাড়ি দেন৷
advertisement
1/6
অভিনয় ছেড়েই ফিরেছে ভাগ্য! করছেন কোটি টাকার আয়, বিদেশে বিশাল সম্পত্তির মালিক
ধারাবাহিক হিসেবে রামায়ণ ছিল অত্যন্ত জনপ্রিয় ছিল৷ এই ধারাবাহিক অনেক অভিনেতাকে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে দেয়৷ যার মধ্যে অরুণ গোভিল এবং দীপিকা চিখলিয়াকে এখনও সীতা এবং শ্রী রামের মতো পুজো করা হয়!তাদের ছেলের চরিত্রে অভিনয় করা লাভ কুশকে অনেকেই ভুলে গিয়েছে৷ সেই দুই সন্তানের মধ্যে একজন অভিনেতা স্বপ্নিল যোশী এখন মারাঠি সিনেমায় চুটিয়ে কাজ করছে। অন্যদিকে ময়ূরেশ ক্ষেত্রমদে অভিনয় থেকে দূরে।
advertisement
2/6
ময়ূরেশ ক্ষেত্রমদে৷ রামায়ণে শ্রী রামের পুত্রের ভূমিকায় অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন৷ শুধুমাত্র একটি শো থেকেই তিনি অত্যন্ত জনপ্রিয়তা পান কিন্তু তারপরও গ্ল্যামার জগতকে বিদায় জানান তিনি। অভিনয় ছেড়ে তিনি লাভবান হন৷ এখন তিনি কোটিপতি! ধনী ব্যবসায়ী হয়ে উঠেছেন। শোবিজ ছেড়ে তিনি এখন কোটি কোটি টাকার কোম্পানির কর্ণধার।
advertisement
3/6
১৯৮৮ সালে সম্প্রচারিত হয় রামায়ণ। শোতে লভ ও কুশ, ভগবান রাম ও সীতার দুই পুত্র, ময়ুরেশ ক্ষেত্রমাদে এবং স্বপ্নিল যোশী অভিনয় করেছিলেন। ১৯৮৯ সালে লভ কুশ পর্ব শেষ হলে, ময়ূরেশ ১৩ বছর বয়সে অভিনয় ছেড়ে দেন।
advertisement
4/6
ময়ূরেশ ফের পড়াশোনায় মনোনিবেশ করেন। এর পর তিনি ফিনান্স জগতে ক্যারিয়ার গড়তে আমেরিকায় যান। অর্থাৎ তিনি পড়াশুনা করতে বিদেশে পাড়ি দেন৷
advertisement
5/6
লিঙ্কডিন প্রোফাইল অনুসারে, ময়ূরাশ ২০০৩ সালে ওয়ার্ল্ড ব্যাঙ্কে একজন গবেষক হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন এবং পরবর্তী দশকে আরও কয়েকটি কোম্পানিতে কাজ করার সময় তাঁর কর্মক্ষেত্রে উন্নতি হয়।
advertisement
6/6
২০১৬ সালে, তিনি কমিশন জংশনে যোগ দেন, বিশ্বের বৃহত্তম পারফরম্যান্স মার্কেটিং প্ল্যাটফর্ম। ২০১৯ সালের মধ্যে, ময়ূরেশ কোম্পানির সিইও পদে পৌঁছন। ২০২২ সালের মধ্যে, ময়ূরেশের নেতৃত্বে CJ-এর আয় প্রায় 170 মিলিয়ন ডলার বা ১৪০০কোটি টাকায় পৌঁছে যায়৷ প্রাক্তন অভিনেতা স্পাইট অ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটি বইও লিখেছেন এবং এখন তাঁর পরিবারের সঙ্গে নিউইয়র্কে থাকেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actor Left Acting for Successful Career: অভিনয় ছেড়েই ভাগ্য ফিরেছে অভিনেতার! করছেন কোটি টাকার আয়, বিদেশে বিশাল সম্পত্তির মালিক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল