Koel Mallick: কোয়েল মল্লিকের জন্মদিনে দারুণ 'উপহার'! নায়িকার এই সিনেমাগুলি দেখলে মুগ্ধ হতেই হবে
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
নায়িকার এই সিনেমাগুলি দেখলে মুগ্ধ হতেই হবে
advertisement
1/7

৪১-এ পা রাখলেন অভিনেত্রী কোয়েল মল্লি। নায়িকার জন্মদিনে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। নায়িকার জন্মদিনে একের পর এক শুভেচ্ছা বার্তা পোস্ট করছেন অনুরাগীরা
advertisement
2/7
'নাটের গুড়ু' সিনেমা দিয়ে টলিউডে হাতে খড়ি হয় কোয়েল মল্লিকের। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে ফেলেন রঞ্জিত মল্লিক কন্যা। জিতের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি। জিত-কোয়েল জুটি আজও একই ভাবে জনপ্রিয় দর্শকদের কাছে। তবে কিছু ভিন্ন ধরনের ছবিতেও নজর কাড়া অভিনয় করেছেন এই তারকা। আসুন দেখে নেওয়া যাক কোয়েল মল্লিক অভিনিত বেশ কিছু ভিন্ন ধরনের ছবির তালিকা।
advertisement
3/7
২০০৮ সালে 'লভ' ছবিতে অভিনয় করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে যিশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করতে দেখা যায় কোয়েলকে। প্রেমের এই ছবি অন্যান্য সাধারণ কমার্শিয়াল ছবির থেকে একদমই আলাদা।
advertisement
4/7
পরিচালক তরুণ মজুমদারের ছবি 'চাঁদের বাড়ি' তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যায় কোয়েল মল্লিককে। ২০০৭ সালের এই ছবি আজও প্রিয় দর্শক মহলে।
advertisement
5/7
এরপর ২২ জুন ২০১২ সালে মুক্তি পায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হেমলক সোসাইটি নামের ছবিটি। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে। এই ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেন অভিনেত্রী।
advertisement
6/7
২০১২ সালেই মুক্তি পায় পরিচালক সুমন মৈত্রের 'দশমী' ছবিটি। এই ছবিতে অভিনেতা ইন্দ্রণীল সেনগুপ্তের বিপরীতে অভিনয় করতে দেখা যায় কোয়েল মল্লিককে। প্রেম ও থ্রিলের এই ছবি আজও জনপ্রিয় দর্শকমহলে।
advertisement
7/7
২০১৪ সালে মুক্তি পায় পরিচালক সুজিত মণ্ডলের অরুন্ধতী ছবিটি। এই ছবিটি একটি হরর থ্রিলাব়। এই ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে আত্মপ্রকাশ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।