Actor: ৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই অভিনেতা! পাত্রীর বয়স মাত্র ২৯, বলিউডে পড়েছিল শোরগোল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সেলিব্রিটিদের জীবনে এসব আকছার ঘটতে দেখা যায়। কিন্তু যখন কোনও প্রবীণ অভিনেতা বিয়ের পিঁড়িতে বসেন, তখন আলোচনা হয় বেশি। কারণ আর কিছুই নয়, বয়স। আর যদি প্রবীণ অভিনেতা কম বয়সী কোনও জনপ্রিয় নায়িকাকে বিয়ে করেন, তাহলে তো কথাই নেই। আলোচনা, সমালোচনা সবই সমান তালে চলতে থাকে।
advertisement
1/6

ফিল্মি দুনিয়ায় প্রেম, বিয়ে, বিবাহবিচ্ছেদ খুবই সাধারণ ঘটনা। সেলিব্রিটিদের জীবনে এসব আকছার ঘটতে দেখা যায়। কিন্তু যখন কোনও প্রবীণ অভিনেতা বিয়ের পিঁড়িতে বসেন, তখন আলোচনা হয় বেশি। কারণ আর কিছুই নয়, বয়স। আর যদি প্রবীণ অভিনেতা কম বয়সী কোনও জনপ্রিয় নায়িকাকে বিয়ে করেন, তাহলে তো কথাই নেই। আলোচনা, সমালোচনা সবই সমান তালে চলতে থাকে।
advertisement
2/6
কবীর বেদি কিংবদন্তি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। হিন্দি ও তেলুগু ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন। কাজ করেছেন হলিউডেও। তিনিই ৭০ বছর বয়সে চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসে আবারও শিরোনামে উঠে এসেছেন।
advertisement
3/6
শুধু সিনেমা নয়, ব্যক্তিগত জীবনেও কবীর বেদি রঙিন মানুষ। খবরে থাকতে ভালবাসেন। তাঁকে নিয়ে চর্চাও চলে নিরন্তর। এখনও পর্যন্ত মোট ৪ বার বিয়ে করেছেন। শেষবার বিয়ের পিঁড়িতে বসেন ৭০ বছর বয়সে। কনে তাঁর চেয়ে অনেক ছোট, মাত্র ২৯ বছর বয়সী ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী পারভিন দোসাঞ্জ। জানা গিয়েছে, গত ৩-৪ বছর তাঁরা সম্পর্কে ছিলেন। অবশেষে সাত পাকে বাঁধা পড়েন।
advertisement
4/6
১৯৬৯ সালে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন কবীর বেদি। তাঁর প্রথম স্ত্রীর নাম প্রতিমা বেদি। তাঁদের দুই সন্তান পূজা বেদি ও সিদ্ধার্থ। দ্বিতীয়বার ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার সুসান হামফ্রিসকে বিয়ে করেছিলেন। তবে এই সম্পর্ক বেশিদিন টেকেনি। তৃতীয়বার নিকি নামের এক রেডিও জকির প্রেমে পড়েন। বিয়েও করেন দু’জনে। কিন্তু এই সম্পর্কও চলেনি। ২০০৫ সালে তাঁরা আলাদা হয়ে যান। এরপর ৭০ বছর বয়সে পারভিন দোসাঞ্জকে বিয়ে করেন অভিনেতা।
advertisement
5/6
১৯৬০ সালে রূপালি পর্দায় পা রাখেন কবীর বেদি। দশ বছরের মধ্যেই তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছন। সত্তরের দশকে তিনি ছিলেন বলিউডের তারকা অভিনেতা। বলিউডের পাশাপাশি ‘সমন্ত শকুন্তলম’, ‘বালকৃষ্ণর পাইসা ওসুল’, ‘গৌতমীপুত্র শাতকর্ণী’-এর মতো জনপ্রিয় তেলুগু ছবিতে অভিনয় করেছেন। দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও তাঁর জনপ্রিয়তা কম নয়। একাধিক বিদেশি ছবিতেও কাজ করেছেন। সর্বাধিক আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ করা ভারতীয় অভিনেতার রেকর্ডও তাঁর দখলে।
advertisement
6/6
এখন কবীর-পারভিন জুটি নিয়ে চর্চা চলছে বিস্তর। একদিকে এই বিয়ে নিয়ে উচ্ছ্বাস, অন্যদিকে উঠছে সমালোচনার ঝড়। কেউ বলছেন, এটি তার একান্ত ব্যক্তিগত বিষয়, আবার কেউ কেউ এত কমবয়সী পাত্রীকে বিয়ে করায় কটাক্ষ ছুঁড়েছেন। তবে একথা অনস্বীকার্য যে, তিনি তাঁর মতো করেই জীবনকে উপভোগ করছেন।