TRENDING:

Aparna Sen turns 80 years: অপর্ণা সেনের ৮০ বছর, কালো শাড়িতে সাজলেন সুন্দরী, জন্মদিনের উদযাপনে হাজির টলি-বলি স্টার, রইল জমকালো পার্টির ছবি!

Last Updated:
অভিনয় থেকে পরিচালনা, সব ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ৷ বহু হিট বাংলা সিনেমার নায়িকা যেমন তিনি, তেমনই তাঁর পরিচালনায় বিশ্বসিনে দুনিয়া উপহার পেয়েছে অনেক কালজয়ী ছবি৷
advertisement
1/13
অপর্ণা সেনের ৮০ বছর, জন্মদিনের উদযাপনে হাজির টলি-বলি স্টার, রইল জমকালো পার্টির ছবি!
বাংলার ডিভা, সুন্দরী-বুদ্ধিমতী৷ পারফেক্ট বিউটি উইথ ব্রেনের উদাহরণ৷ অপর্ণা সেন, সকলের প্রিয় রীণাদি৷
advertisement
2/13
অপর্ণা সেন পা দিলেন ৮০ বছরে৷ অশীতিপর অপর্ণা সেনের বার্থডে পার্টি ছিল দারুণ জমকালো৷
advertisement
3/13
মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা দেন অপর্ণা৷ সত্যজিৎ রায়ের ‘তিনকন্যা’ (১৯৬১) ছবিতে শুরু তাঁর অভিনয়৷ এরপর সেই যাত্রা ছিল দীর্ঘ ও ঐতিহ্যপূর্ণ৷ বাংলা সিনেমার ইতিহাসে অপর্ণা সেই এক উজ্জ্বল নাম৷
advertisement
4/13
অভিনয় থেকে পরিচালনা, সব ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ৷ বহু হিট বাংলা সিনেমার নায়িকা যেমন তিনি, তেমনই তাঁর পরিচালনায় বিশ্বসিনে দুনিয়া উপহার পেয়েছে অনেক কালজয়ী ছবি৷
advertisement
5/13
ব্যক্তিগত জীবনেও তিনি চর্চিত৷ মাল্টি ট্যালেন্টেড অপর্ণার বাবা ছিলেন চলচ্চিত্র সমালোচক চিদানন্দ দাশগুপ্ত। আর মা ছিলেন বাংলার অন্যতম খ্যাতনামা কবি জীবনানন্দ দাশের ভাইয়ের মেয়ে।
advertisement
6/13
ফলে তাঁর বড় হয়ে ওঠার মধ্যেই ছিল এক সৃজনশীল এবং আধুনিকতার ছোঁয়া। প্রসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়ার পর তিনি চলচিত্র জগতে পা রাখেন৷
advertisement
7/13
উদার মনস্ক, সমাজের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি রাণির মতো হেঁটেছেন জীবন৷ ৩ বার বিয়ে করেছেন৷ মানুষ করেছেন দুই সন্তান৷
advertisement
8/13
তাঁর ৮০ তম জন্মদিনে বসেছিল চাঁদের হাট!
advertisement
9/13
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, বলিউড তারকারাও সেখানে হাজির ছিলেন অপর্ণাকে শুভেচ্ছা জানানোর জন্য৷
advertisement
10/13
তাঁর বন্ধু শাবানা আজমি ছিলেন পার্টিতে৷
advertisement
11/13
ছিলেন মেয়ে কঙ্কনা এবং তাঁর বিশেষ বন্ধু অমল পরাসর৷ ছিলেন রাহুল বোসও৷
advertisement
12/13
কালো শাড়িতে সেজেছিলেন নায়িকা৷ সঙ্গে মানানসই হালকা গয়না৷ খোলা চুলে চিরাচরিত চশমায় ৮০তেও তাক লাগিয়ে দিয়েছিলেন অপর্ণা সেন৷
advertisement
13/13
তিনি সত্যিই মিস ক্যালকাটা, যাঁর বয়স যৌবনেই আটকে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aparna Sen turns 80 years: অপর্ণা সেনের ৮০ বছর, কালো শাড়িতে সাজলেন সুন্দরী, জন্মদিনের উদযাপনে হাজির টলি-বলি স্টার, রইল জমকালো পার্টির ছবি!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল