Dev-Subhashree: 'পুরনো চাল ভাতে বাড়ে'! #desu-র কেমিস্ট্রি সুপারহিট, দেব-শুভশ্রীর রোম্যান্সের সেরা ৫ সিনেমা আপনার দেখা তো?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Dhumketu Cinema: এবার একটু ফিরে দেখা যাক কীভাবে শুরু হল দেব-শুভশ্রীর এই অনস্ক্রিন রোম্যান্স! এই জুটির ছবিগুলো দেখে নিন এক ঝলকে--
advertisement
1/9

ট্রেলারেই চমক দিল ধূমকেতু৷ প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রী আবার একসঙ্গে স্টেজ শেয়ার করলেন৷ এবার তাঁর ছবি মুক্তির অপেক্ষায়৷ প্রেম এবং পরবর্তীতে বিচ্ছেদের পর একে অপরের সঙ্গে আর কখনও মুখোমুখি হননি সেভাবে৷ ধূমকেতুর প্রোমশনের জন্য যে সাক্ষাৎকার দিয়েছিলেন, তাও একসঙ্গে নয়৷ তবে ট্রেলার লঞ্চে দেব-শুভশ্রী মাতিয়ে দিলেন ফ্যানদের৷
advertisement
2/9
তাঁদের একসঙ্গ দেখে মুগ্ধ ভক্তকূল৷ একসঙ্গে নাচলেন, বললেন অনেক কথা৷ তাঁর ভক্তরা খুব ইমোশনল হয়ে পড়লেন৷ বারবার ধন্যবাদ জানালেন এমন একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য৷
advertisement
3/9
এবার একটু ফিরে দেখা যাক কীভাবে শুরু হল দেব-শুভশ্রীর এই অনস্ক্রিন রোম্যান্স! এই জুটির ছবিগুলো দেখে নিন এক ঝলকে--
advertisement
4/9
চ্যালেঞ্জ-২০০৯ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি। সিনেমাটি ২০০৫ সালের বানি চলচ্চিত্রের রিমেক। এই ছবি দিয়ে শুরু দেব-শুভশ্রী জুটির যাত্রা৷ ভাবলে অবাক লাগবে যে রাজের হাত দিয়ে শুরু হয়েছিল দেব-শুভশ্রী জুটি৷
advertisement
5/9
পরাণ যায় জ্বলিয়া রে-২০০৯ সালেই মুক্তি। রবি কিনাগী পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেব ও শুভশ্রী। ২০০৭ সালের নমস্তে লন্ডন চলচ্চিত্রের পুনঃনির্মাণ এই ছবি। ছবির গান সুপারহিট ছিল৷
advertisement
6/9
রোমিও- সুজিত মণ্ডল পরিচালিত, দেব-শুভশ্রীর হিট রোমান্টিক ছবি৷ ২০১১ সালে মুক্তি পায়। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেন৷ তেলুগু সিনেমা কিশোর কুমার পর্দাসনীর কঁচেম ইস্টম, কঁচেম কষ্টম-এর পুননির্মান।
advertisement
7/9
খোকাবাবু- ২০১২ সালের শঙ্কর আইয়া পরিচালিত এটি অ্যাকশন কমেডি সিনেমা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব-শুভশ্রী৷ এটি ২০০৭ সালের তেলুগু চলচ্চিত্র ধীর রিমেক।
advertisement
8/9
খোকা ৪২০- দেব-শুভশ্রীর ২০১৩ সালের সিনেমা। এটি তেলুগু চলচ্চিত্র বৃন্দাবনম-এর কাহিনি থেকে নেয়া হয়েছে। খোকাবাবু চলচ্চিত্রের পরের এই চলচ্চিত্রটি পুরোপুরি পুনঃনির্মাণ নয়। কারণ কেবল নাম আর নায়কের নাম ছাড়া কাহিনিগত কোনই মিল নেই।
advertisement
9/9
ধূমকেতু-এবার আসছে ধূমকেতু৷ ছবিটি নিয়ে সকলের আগ্রহ বাড়ছে৷ দুর্দান্ত ট্রেলার লঞ্চের পর থেকেই দেব-শুভশ্রীর সিনেমা সুপারহিট হবে, সেটা মনে করছেন ভক্তরা৷