advertisement
1/4

বিয়ের পর রণবীর সিনেপর্দায় নিয়ে আসছেন গলিবয় ৷ দীপিকা কিন্তু এখনও সিনেমায় ফিরে আসার জন্য পুরোপুরি তৈরি নয় ৷ তবে শোনা যাচ্ছে, এবার দীপিকা শুধুই অভিনয় নয়, বরং কোমর বেঁধে নেমে পড়ছেন প্রযোজক হিসেবেও ৷
advertisement
2/4
অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়ে ছবি তৈরি করতে চলেছেন মেঘনা গুলজার ৷ আর এই ছবিতেই দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ শুধুই অভিনয় নয়, মেঘনার এই ছবির প্রযোজকও নাকি দীপিকা ৷
advertisement
3/4
একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে দীপিকা পাড়ুকোন জানিয়ে ছিলেন, ‘লক্ষ্মী আগরওয়ালের জীবনের গল্প শুনেছি ৷ খুবই সাহসী লড়াই ৷ লক্ষ্মীকে কুর্ণিশ জানাই ৷ ওর জীবন থেকে অনেক কিছু শেখার আছে ৷ আর তাই তো এই ছবিতে অভিনয় এবং প্রযোজনা দুটোই করতে চাই ৷’
advertisement
4/4
দীপিকা জানিয়েছেন, ‘লক্ষ্মী আগরওয়ালের গল্প সবার সামনে আসা উচিত ৷ এই কারণেই আমি আর মেঘনা লক্ষ্মীকে নিয়ে ছবি তৈরি করছি ৷ এই ছবিতে পারফেক্ট হওয়ার জন্য কোনও সুযোগই আমি ছাড়ব না ৷ ’