সাধারণের পাশে সর্বক্ষণ রয়েছেন যাঁরা, তাঁদের জন্য বিশেষ সম্মানের আয়োজন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই শিল্পের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা প্রতিনিয়ত সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন৷
advertisement
1/5

*সমাজে অন্যের স্বার্থে সর্বক্ষণ কাজ করে চলেছেন যাঁরা, তাঁদের জন্য বিশেষ সম্মানের ব্যবস্থা৷ যাঁরা যুক্ত রয়েছেন হসপিট্যালিটি ম্যানেজমেন্টের সঙ্গে মূলত তাদের জন্যই এই সম্মাননা৷
advertisement
2/5
*রেস্তোরাঁ, ক্যাফে, হাসপাতাল, ট্যুর অ্যান্ড ট্র্যাভেল...এই শিল্পগুলির সঙ্গে যুক্ত বহু মানুষ৷ প্রচুর লোক রুটি-রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছেন এই সব শিল্পকে৷ এদের মধ্যে থেকে বাছাই করা কয়েকজনকে জানানো হল সম্মান, যার নাম অ্যাচিভার্স হসপিট্যালিটি অ্যাওয়ার্ডস৷
advertisement
3/5
*এই শিল্পের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা প্রতিনিয়ত সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন৷ এককথায় সাধারণের সেবায় নিযুক্ত এই পেশার মানুষরা৷
advertisement
4/5
*তাঁদের সম্মান জানিয়ে, তাদের নিরলস পরিশ্রমকে স্বীকৃতী জানাল অ্যাঞ্জেলা ইভেন্ট ও আই ইউথ ইভেন্টস৷
advertisement
5/5
*এই বিশেষ সম্মান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, অভিনেতা-গায়ক সাহেব চট্টোপাধ্যায় এবং সঙ্গীত শিল্পী গুরুজিত সিং৷