Abhishek-Aishwarya: বিয়ের আংটি নেই অভিষেকের হাতে, ঐশ্বর্যকে আনফোলো করে দিলেন বিগ বি! কীসের ইঙ্গিত?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
বিচ্ছেদের খবর বচ্চন পরিবারে। প্রতিনিয়ত বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনকে নিয়ে চর্চা বেড়েই চলেছে। তারকা দম্পতির বিচ্ছেদের খবর নিয়ে তোলপাড় বি-টাউন। শোনা যাচ্ছে, একসঙ্গে আর থাকছেন না তাঁরা।
advertisement
1/6

বিচ্ছেদের খবর বচ্চন পরিবারে। প্রতিনিয়ত বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনকে নিয়ে চর্চা বেড়েই চলেছে। তারকা দম্পতির বিচ্ছেদের খবর নিয়ে তোলপাড় বি-টাউন। শোনা যাচ্ছে, একসঙ্গে আর থাকছেন না তাঁরা।
advertisement
2/6
সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যেখানে অভিষেক বচ্চনকে একটি অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গিয়েছে, শুধু তাই নয় এদিন অভিনেতার হাতে বিয়ের আংটিও দেখা যায়নি, যেটা কিনা এতদিন পর্যন্ত তিনি সবসময় পরে থাকতেন।
advertisement
3/6
চলতি বছরের, ১ নভেম্বর ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন বচ্চন পরিবারের বউমা। জন্মদিনের উদযাপনে ঐশ্বর্যের পাশে ছিলেন শুধু তাঁর মেয়ে আরাধ্যা এবং মা বৃন্দা রাই। এই ঘটনার পর মন ভেঙে গেছে দর্শককুলের। অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, ‘তাহলে কি ভাঙন নিশ্চিত!’
advertisement
4/6
গতকাল, ‘আর্চিস’ ছবির প্রিমিরায়ে যদিও পুরো বচ্চন পরিবারের সকলকে এক ফ্রেমে দেখা যায়। কিন্তু সূত্রের খবর, অভিতাভ বচ্চন নাকি আদরের বউমা ঐশ্বর্যকে সোশ্যাল মিডিয়াতে আনফোলো করেছে।
advertisement
5/6
যদিও অনেকের দাবি, অভিতাভ-ঐশ্বর্য নাকি কোনওদিনই একে অপরকে ফলো করতেন না সোশ্যাল মিডিয়াতে। আবার কিছুজনের মন্তব্য, ইনস্টাগ্রামে নিরাপত্তা সংক্রান্ত কারণেই নাকি Big B ঐশ্বর্যকে আদৌ ফলো করেন কিনা সে বিষয়টি স্পষ্ট নয়।
advertisement
6/6
বলিউডের বচ্চন পরিবার কোনও না কোনও কারণে সর্বদাই শিরোনামে থাকে। বেশ কিছুদিন ধরে তাঁদের নিয়ে সমালোচনা শুরু হয়েছে৷ শোনা যাচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে নাকি দূরত্ব তৈরি হয়েছে বচ্চন পরিবারের৷ তা নিয়ে জলঘোলা ক্রমশ বাড়ছে।