Abhishek Chatterjee: প্রয়াত অভিনেতা হৃদমাঝারেই, সব রীতি নীতি মেনে সম্পন্ন অভিষেকের মৃত্যুবার্ষিকীর শ্রাদ্ধকাজ, রইল তার কিছু মুহূর্ত
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Abhishek Chatterjee: অভিষেক চলে যাওয়ার পর মেয়ে ডলের বড় হয়ে ওঠার পথে কোনও আঁচড় লাগতে দিতে চান না সংযুক্তা
advertisement
1/10

গত বসন্তে টলিউডকে অনেকটা বর্ণহীন করে চলে যান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর অকালপ্রয়াণে হতবাক হয়ে যান দর্শক তথা অনুরাগীরা।
advertisement
2/10
তাঁর চলে যাওয়ার এক বছর পূর্ণ হল। সব রীতি নীতি পালন করে সম্পন্ন হল প্রয়াত অভিনেতার মৃত্যুবার্ষিকীর পারলৌকিক শ্রাদ্ধকাজ বা বাৎসরিক৷
advertisement
3/10
মঙ্গলবার বাৎসরিকের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা৷ শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন তিনি এবং তাঁদের একমাত্র সন্তান ডল৷
advertisement
4/10
রজনীগন্ধায় এবং অন্যান্য সাদা ফুলে সংযুক্তা সাজিয়েছিলেন ফ্ল্যাট৷
advertisement
5/10
আপাতভাবে তিনি মেয়েকে একা বড় করলেও সংযুক্তার অনুভব জীবনের পথে তাঁর সঙ্গেই আছেন অভিষেক৷
advertisement
6/10
জীবনসঙ্গীর উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করেন সংযুক্তা৷ তাই স্বামীর ছবি সব সময় সঙ্গে রাখার জন্য যাঁরা তাঁকে ট্রোল করেছিলেন, তাঁদের যোগ্য জবাব দিতেও পিছপা হননি৷
advertisement
7/10
শুধু স্বামী নন৷ সংযুক্তা বার বার বলেছেন অভিষেক ছিলেন তাঁর বড় বন্ধুও৷
advertisement
8/10
অভিষেক চলে যাওয়ার পর মেয়ে ডলের বড় হয়ে ওঠার পথে কোনও আঁচড় লাগতে দিতে চান না সংযুক্তা৷
advertisement
9/10
অভিষেক ও তাঁর স্ত্রী দুজনেই সাঁইবাবার ভক্ত৷ তাঁর বাণী ও আদর্শ এখনও জীবনে ধ্রুবতারার মতো বলেই মনে করেন সংযুক্তা৷
advertisement
10/10
অভিষেকের ফেসবুক পেজ এখনও নিয়মিত সক্রিয় রাখেন সংযুক্তা৷ সেখানে নেটিজেনদের মন্তব্য বুঝিয়ে দেয় প্রয়াত অভিনেতা আছেন তাঁদের হৃদমাঝারেই৷