TRENDING:

Abhishek Chatterjee's Birthday: কেক সাজিয়ে দিল মেয়ে, অভিষেকের জন্মদিনে আন্তরিক আয়োজন দেখুন ছবিতে

Last Updated:
Abhishek Chatterjee's Birthday: অভিষেক চট্টোপাধ্যায়ের জন্মদিনের আয়োজন তাঁরা করলেন চেনা আন্তরিকতার ছোঁয়াতেই৷
advertisement
1/7
কেক সাজিয়ে দিল মেয়ে, অভিষেকের জন্মদিনে আন্তরিক আয়োজন দেখুন ছবিতে
এই প্রথম তাঁর জন্মদিনে তিনি নেই৷ কিন্তু স্ত্রী সংযুক্তা আর কন্যার জগৎ জুড়ে আছেন অভিষেকই৷ তাই অভিষেক চট্টোপাধ্যায়ের জন্মদিনের আয়োজন তাঁরা করলেন চেনা আন্তরিকতার ছোঁয়াতেই৷
advertisement
2/7
সামাজিক মাধ্যমে তাঁরা শেয়ার করেছেন জন্মদিন উদযাপনের ছবি৷ হাল্কা মৃদু গোলাপি কেকের উপর একটা বড় ফুল৷ কেকের গায়েও ছড়িয়ে ছিটিয়ে ফুলের ছোঁয়া৷ সেইসঙ্গে অভিষেক ও সংযুক্তা যে সারা জীবন একমাত্র সন্তান ডলের হাত ধরে থাকবেন, আছে সেই অঙ্গীকারের চিহ্নও৷
advertisement
3/7
মার্চ মাসে অভিষেকের অকালপ্রয়াণের পর ডলই সামলে রেখেছে তাঁর মাকে৷ জীবনে চলার পথে শুরুতেই এই বিপর্যয় যেন এক ধাক্কায় অনেকটাই মানসিক ভাবে বড় করে দিয়েছে এই কিশোরীকে৷ অভিষেকের ছবির সামনে নিজের হাতে কেক সাজিয়ে দিয়েছে ডল৷ এই ছবি জয় করে নিয়েছে নেটিজেনদের মন৷
advertisement
4/7
ব্যস্ত সূচির মাঝে অভিষেকের জীবন জুড়ে শুধুই তাঁর পরিবার৷ স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি একান্তই ঘরোয়া মানুষ ছিলেন৷ সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইল জুড়েও সেই আন্তরিকতার চিহ্ন ছড়িয়ে আছে সর্বত্র৷
advertisement
5/7
সময় পেলেই পরিবারের সঙ্গে বেড়াতে চলে যেতেন অভিষেক৷ ছুুটি কাটানোর সেই ছবিও অভিষেকের প্রোফাইলে রয়েছে ভালাবাসার সাক্ষী হয়ে৷
advertisement
6/7
সোনালি মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি করে অভিষেক পাড়ি দিয়েছেন দিকশূন্যপুরে৷ তবু এখনও তিনিই তাঁর স্ত্রী ও কন্যার পথ চলার দিকনির্দেশ৷
advertisement
7/7
সোনালি মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি করে অভিষেক পাড়ি দিয়েছেন দিকশূন্যপুরে৷ তবু এখনও তিনিই তাঁর স্ত্রী ও কন্যার পথ চলার দিকনির্দেশ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Abhishek Chatterjee's Birthday: কেক সাজিয়ে দিল মেয়ে, অভিষেকের জন্মদিনে আন্তরিক আয়োজন দেখুন ছবিতে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল