TRENDING:

Abhishek Bachchan Reacts To Rumours Of Divorce: ঐশ্বর্যর সঙ্গে কি সত্যিই ডিভোর্স হচ্ছে? ভনিতা না করে এ বার যা বললেন অভিষেক...

Last Updated:
অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই অনুমান করছিলেন, বিবাহবিচ্ছেদ সময়ের অপেক্ষা মাত্র। এসবের মধ্যেই চমকে দিলেন অভিষেক বচ্চন। সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন নিজেই।
advertisement
1/9
ঐশ্বর্যর সঙ্গে কি সত্যিই ডিভোর্স হচ্ছে? ভনিতা না করে এ বার যা বললেন অভিষেক...!
অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। ১৭ বছরের দাম্পত্য না কি ভাঙতে চলছে। গত কয়েক মাসে কোনও পার্টি বা অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এও শোনা যাচ্ছিল, তাঁরা না কি আলাদা থাকছেন। ফলে অনেকেই অনুমান করছিলেন, বিবাহবিচ্ছেদ সময়ের অপেক্ষা মাত্র। এসবের মধ্যেই চমকে দিলেন অভিষেক বচ্চন। সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন নিজেই।
advertisement
2/9
ঐশ্বর্যকে প্রায়ই মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে নানা ইভেন্টে একা দেখা যাচ্ছে। অভিষেক বচ্চন বা বচ্চন পরিবারের অন্য কোনও সদস্যকে তার সঙ্গে দেখা যাচ্ছে না। এমনকি আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত-রাধিকার বিয়েতেও তাঁদের একসঙ্গে দেখা যায়নি৷ তা থেকে জল্পনা আরও তুঙ্গে৷
advertisement
3/9
সোশ্যাল মিডিয়ায় পাপারাৎজিদের পোস্ট করা ছবি-ভিডিওতে নানা ধরনের তত্ত্ব পাওয়া যাচ্ছে। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যে, পুরনো ভিডিওগুলি ক্রমাগত ভাইরাল হচ্ছে। দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে কলহের খবর পাওয়া যাচ্ছে।
advertisement
4/9
অভিষেক বচ্চন সম্প্রতি ‘গ্রে ডিভোর্স’-এর একটি পোস্ট শেয়ার করেছিলেন, যার পরে নেটিজেনরা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে দুজনের মধ্যে কিছু ভুল ছিল। যদিও এমন খবরে নীরবতা বজায় রেখেছেন দু’জনেই। এখন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে অভিনেতাকে বলতে দেখা যায়, ‘ঐশ্বর্য এবং আমি এই জুলাই মাসে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।’ ভিডিওতে তাকে আরাধ্যার কথা উল্লেখ করতে দেখা যায়।
advertisement
5/9
শোনা যায়, মেয়েকে নিয়ে নাকি ঐশ্বর্য আলাদা থাকেন। কিন্তু পরিবারের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি বলে এই বিষয়ে কেউই স্পষ্ট করে কিছু জানে না। এই গুঞ্জন কি আদৌ সঠিক প্রমাণ হবে নাকি এটি নিছক গুজব?
advertisement
6/9
গত মাসে অনন্ত এবং রাধিকা আম্বানির বিয়েতে ঐশ্বর্য রাই বচ্চনকে মেয়ে আরাধ্যার সঙ্গে আলাদা ঢুকতে দেখে সকলেই দুইয়ে দুইয়ে চার করে নিয়েছিলেন। অভিষেক বচ্চনের সঙ্গে তাহলে আর থাকেন না ঐশ্বর্য! গড়েছেন আলাদা সংসার। কিন্তু সত্যিই কি তাই? কী বললেন অভিষেক?
advertisement
7/9
বিচ্ছেদ কি হচ্ছেই? সম্প্রতি এক অনুষ্ঠানে অভিষেককে চেপে ধরেছিলেন সাংবাদিকরা। তার উত্তরে অভিষেক যা করলেন, শুনলে হাসবেন। অভিষেক তাঁর আঙুলে পরা বিয়ের আংটি তুলে দেখালেন সংবাদ মাধ্যমকে। বললেন, "এই যে, এখনও আমি বিবাহিত! দেখুন..."
advertisement
8/9
শুধু তা-ই নয়, অভিষেক রীতিমতো ইঙ্গিত দেন যে তাঁরা ভালই আছেন। সুখে সংসার করছেন। তাঁর কথায়, "আমরা তারকা তাই আমাদের জীবন নিয়ে এ সব রটাতে আপনাদের ভাল লাগে। সবটাই বুঝি। পেশার কারণে আপনাদেরও গসিপ দিতে হয়।" উল্টে সাংবাদিকদেরই কটাক্ষ করে বোকা বানিয়ে দেন অভিনেতা।
advertisement
9/9
তবে কি যা রটে তার কিছুই সত্যি নয়? তাঁদের ভিতরকার যে অসন্তোষের আঁচ বাইরে থেকেই বুঝেছেন ভক্তরা, সে সব আদতেই বিভ্রম? সেটা সময়ই হয়তো বলবে!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Abhishek Bachchan Reacts To Rumours Of Divorce: ঐশ্বর্যর সঙ্গে কি সত্যিই ডিভোর্স হচ্ছে? ভনিতা না করে এ বার যা বললেন অভিষেক...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল