Abhishek-Aishwarya: মেয়ের পর কি এবার ছেলে, ফের কি মা হবেন ঐশ্বর্য? দ্বিতীয় সন্তানের কথা উঠতেই লজ্জায় লাল অভিষেক, যা বললেন...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Abhishek-Aishwarya: অভিষেক বচ্চন ঐশ্বর্য রাইয়ের সঙ্গে দ্বিতীয় সন্তান হওয়ার বিষয়ে বিরক্ত যেমন হয়েছিলেন তেমনই লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন। ফের কি মা হবেন ঐশ্বর্য?
advertisement
1/10

ঐশ্বর্য ও অভিষেকের টালমাটাল সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে টিনসেল টাউনে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে ঐশ্বর্য, অভিষেক এবং বচ্চন পরিবারের মধ্যে কোনও কিছুই ভাল যাচ্ছে না। সম্প্রতি বিবাহবিচ্ছেদের গুজবের কারণে শিরোনামে রয়েছেন তারকা দম্পতি৷
advertisement
2/10
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। তবে গত কয়েকদিন ধরেই এই জুটির বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখনও নীরবতা ভাঙেননি দু'জনের কেউই।
advertisement
3/10
বচ্চন পরিবারের কেচ্ছা নিয়ে সর্বদা সরগরম সোশ্যাল মিডিয়া৷ তার উপর তাঁদের ডিভোর্স নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া৷ এবার বিচ্ছেদের জল্পনার মধ্যে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে তোলপাড় টিনসেল টাউন৷
advertisement
4/10
এদিকে বিচ্ছেদের গুজবের মুখে নিন্দুকদের মুখে ছাই দিয়ে বিয়ে বাড়িতে একসঙ্গে ছবিতে পোজ দিয়েছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন৷ সেই ছবিও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
5/10
রিতেশ দেশমুখের শো, কেস তো বান্তা হ্যায়-তে অভিষেকেরকে দ্বিতীয় সন্তান নিয়ে উত্যক্ত করা হয়েছিল। সেই পর্বটি সম্প্রতি আবারও ভাইরাল হয়েছে। অভিষেক বচ্চন ঐশ্বর্য রাইয়ের সঙ্গে দ্বিতীয় সন্তান হওয়ার বিষয়ে বিরক্ত যেমন হয়েছিলেন তেমনই লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন।
advertisement
6/10
রীতেশ খোঁচা দিয়ে অভিষেককে বলেন, 'অমিতাভ, ঐশ্বর্য, আরাধ্যা এবং আপনার নাম 'এ' অক্ষর দিয়ে শুরু হয়৷ তাহলে জয়া বচ্চন এবং শ্বেতা কী ভুল করেছেন৷ উত্তরে অভিষেক বচ্চন বলেন, 'এটা আপনাকে তাদেরকেই জিজ্ঞাসা করতে হবে৷ তবে আমি মনে করি এটা আমাদের বাড়িতে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে৷
advertisement
7/10
রীতেশ কথা থামিয়ে দিয়ে অভিষেককে বলে, আরাধ্যার পরে? অভিষেককও ছাড়ার পাত্র নন, উত্তরে সটান বলেন, না এখন আর নয়৷ পরবর্তী প্রজন্ম আসার পর দেখা যাবে৷ রীতেশ আরও বলেন, এত অপেক্ষা কে করবে? যেমন-রীতেশ, রিয়ান, রাহিল, তেমনই অভিষেক, আরাধ্যা... এই কথা শুনেই লজ্জায় লাল হয়ে যান অভিষেক৷
advertisement
8/10
অভিষেক তারপর বলেন, আমার বয়সের কথাটা খেয়াল রেখো৷ আমি তোমার গুরুজন রীতেশ৷ বয়সেও তোমার চেয়ে অনেকটাই বড়৷ তারপরই অভিনেতার পা ছুঁয়ে কথোপকথন শেষ করেন রীতেশ দেশমুখ৷
advertisement
9/10
ঐশ্বর্য এবং অভিষেক বচ্চনের দেখা হয়েছিল ১৯৯৯ সালে 'ধাই অক্ষর প্রেম কে' ছবির সেটে। ২০০৬ সালে 'উমরাও জান' ছবির শুটিংয়ের সময় তারা একে অপরের কাছাকাছি আসেন এবং তাঁদের প্রেম হয়।
advertisement
10/10
বেশ কিছুদিন ডেটিংয়ের পর ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বর্য৷ গাঁটছড়া বাঁধার আগে তারা একে অপরকে দীর্ঘদিন ডেট করেছেন। এই তারকা দম্পতির একটি মেয়ে রয়েছে, যার নাম আরাধ্যা বচ্চন। শুরু থেকেই এই দম্পতি তাঁদের ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন।