Abhishek-Aishwarya Relationship: 'এতদিনে খোলাখুলি স্বীকার করে নেওয়ার সময় এসেছে'..., দাম্পত্য নিয়ে মুখ খুললেন অভিষেক?
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Abhishek-Aishwarya Relationship: দেখা যাচ্ছে, ঐশ্বর্যর সঙ্গে বিবাহিত জীবনের কথা বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে যাচ্ছেন অভিষেক বচ্চন।
advertisement
1/9

অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক নিয়ে সরগরম বলিউড। অপার কৌতূহল অনুরাগীদেরও। দুই মেগাস্টার কি আলাদা থাকছেন? শেষ পর্যন্ত কি বিবাহবিচ্ছেদ হবে? জল্পনার শেষ নেই। এসবের মধ্যেই ২০০২ সালে অভিষেকের দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Abhishek-Aishwarya Relationship)
advertisement
2/9
এসবের মধ্যেই ২০০২ সালে অভিষেকের দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, ঐশ্বর্যর সঙ্গে বিবাহিত জীবনের কথা বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে যাচ্ছেন অভিষেক বচ্চন।
advertisement
3/9
সেই সময় সদ্য ‘দশভি’ রিলিজ করেছে। ছবির প্রোমোশনে বলিউড হাঙ্গামা-কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন অভিষেক। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী নিমরত কৌরও।
advertisement
4/9
সেখানেই কথায় কথায় ঐশ্বর্যর সঙ্গে তাঁর ১৫ বছরের দাম্পত্য জীবনের প্রসঙ্গ ওঠে। উল্লেখ্য, ২০০৭ সালে ঐশ্বর্যর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিষেক। কয়েক বছর পরে আরাধ্যার জন্ম হয়। তাঁদের বিবাহিত জীবন নিয়ে মাঝেমধ্যে খবর হয়েছে বটে, কিন্তু তাতে বিচ্ছেদের জল্পনা ছিল না।
advertisement
5/9
কিন্তু অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বর্যকে। তিনি মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা যান। তারপর থেকেই বিবাহবিচ্ছেদের জল্পনা ডালপালা মেলতে শুরু করে।
advertisement
6/9
অভিষেক বলেন, “হ্যাঁ, ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।” মুগ্ধ নিমরত বলেন, “দারুণ।”
advertisement
7/9
স্ত্রী হিসাবে সবসময় স্বামীর পাশে দাঁড়িয়েছেন ঐশ্বর্য। সাক্ষাৎকারে খোলাখুলি স্বীকার করেছিলেন অভিষেক বচ্চন। তাঁকে যে ঐশ্বর্য কতটা বোঝেন, বলেছিলেন সে কথাও। অভিষেক বলছিলেন, “আমার মনে হয়, একটা কথা এতদিনে খোলাখুলি স্বীকার করে নেওয়ার সময় এসেছে, নারীরা পুরুষের তুলনায় শ্রেষ্ঠ। তারা সবকিছুকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে পারে।
advertisement
8/9
দুজন অভিনয় জগতের মানুষ গাঁটছড়া বাঁধায় আখেরে লাভ হয়েছে বলেও মনে করেন অভিষেক।
advertisement
9/9
তাঁর কথায়, “ঐশ্বর্য দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। আমার চেয়েও আগে। এই জগতের ঘাঁতঘোঁত তিনি জানেন। তাই আমার সঙ্গে কিছু ঘটলে তিনি আগেভাগেই বুঝে যান। যখন একটা বাজে দিন যায়, ক্লান্ত শরীরে বাড়ি ফিরি তখন ঐশ্বর্য জানেন, ওই সময় আমার কী দরকার, কখন আমাকে একা থাকতে দিতে হবে।”