বিউটি সালোঁতে ঢুকে কর্মচারীকে ছুরি দেখিয়ে হুমকি, গ্রেফতার টিভি অভিনেতা
Last Updated:
advertisement
1/5

ফের খবরের শিরোনামে উঠে এলেন টিভি অভিনেতা অভিমন্যু চৌধুরী ৷ তবে এবার কোনও নতুন ধারাবাহিকে অভিনয় করার জন্য নয়, বরং মুম্বইয়ের এক বিউটি সালোঁর কর্মচারীর ওপর ছুরি নিয়ে হামলা করার ঘটনায় খবরে উঠে এলেন অভিমন্যু ৷
advertisement
2/5
অভিমন্যু চৌধুরী, এমনিতেই খ্যাত ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্য ৷ তবে এবার ধারাবাহিকে নয়, বরং বাস্তবেই খলনায়ক সুলভ কাজ করে বসলেন অভিনেতা ৷ তাঁকে দেখা গিয়েছিল শমিতাভ ছবিতেও ৷
advertisement
3/5
জানা গিয়েছে, সম্প্রতি মুম্বইয়ের এক বিউটি সালোঁতে ঢুকে ভাঙচুর ও ছুরি নিয়ে হামলা করেন অভিনেতা অভিমন্যু ও তাঁর এক বন্ধু ৷ সালোঁর সিসিটিভিতেও উঠে এসেছে সেই হামলার ফুটেজ ৷
advertisement
4/5
অভিমন্যু ও তাঁ বন্ধুর কথা অনুযায়ী, ওই বিউটি সালোঁর এক কর্মচারী, তাঁদের এক বান্ধবীর শ্লীলতাহানির চেষ্টা করে ৷ বান্ধবীর কাছ থেকে গোটা ঘটনার খবর পেয়েই বিউটি সালোঁতে গিয়ে পৌঁছন অভিমন্যু ৷
advertisement
5/5
তবে বিউটি সালোঁর কর্মচারীর অভিযোগের ভিত্তিতে অভিমন্যু ও তাঁর বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ ৷