Ira Khan Wedding Date: বিয়ের পিঁড়িতে আমির কন্যা! বয়সে দ্বিগুন বাবার ফিটনেস ট্রেনারের সঙ্গেই সাতপাকে ঘুরবেন ইরা, কবে,কোথায় বসছে আসর
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ira Khan Wedding Date: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির কন্যা ইরা৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে জানুয়ারি মাসে নূপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ইরা৷
advertisement
1/6

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খানকে নিয়ে সর্বদাই চর্চা চলে বলিমহলে। কখনও প্রেমিকের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে আবার কখনও বিচ্ছেদের খবরে লাইমলাইটে এসেছিলেন ইরা।
advertisement
2/6
বেশ কয়েকবছর ধরেই নতুন সম্পর্কে জড়িয়েছেন আমির খানের মেয়ে ইরা খান। বয়সে দ্বিগুন বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ইরা৷ ২০২২ সালে ১৮ নভেম্বর নূপুরের সঙ্গে বাগদানও সেরে নিয়েছেন ইরা৷ অনুষ্ঠানে আমিরের প্রাক্তন দুই স্ত্রী সহ পরিবারের সকলেই উপস্থিত ছিলেন৷
advertisement
3/6
এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির কন্যা ইরা৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে জানুয়ারি মাসের ৩ তারিখ নূপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ইরা৷
advertisement
4/6
সূত্রের খবর, রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে আমির কন্যার বিবাহ আসর৷ তিনদিন ধরে চলবে ইরার বিয়ের অনুষ্ঠান৷ জানা গিয়েছে, ইরা ও নূপুরের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধ-বান্ধবদের উপস্থিতিতে সাতপাকে ঘুরবেন ইরা৷
advertisement
5/6
সূত্র থেকে আরও জানা গেছে, বলিউডের মি.পারফেরশনিস্টের একমাত্র মেয়ের বিয়েতে বলি ইন্ডাস্ট্রির কেউই সেভাবে উপস্থিত থাকবেন না৷ ইতিমধ্যেই নাকি বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অভিনেতা৷
advertisement
6/6
আমিরের ব্যক্তিগত ট্রেনার নূপুর শিখার ইরারও ট্রেনারও বটে। বলিউডের নামকরা ফিটনেস ট্রেনারদের মধ্যে তিনি একজন। মুম্বইয়ের ফিটনেজম ফিটনেস এক্সপার্ট-এর মালিক তিনি। এছাড়া সুস্মিতা সেন সহ একাধিক তারকারদেরই ট্রেনার ছিলেন নূপুর।