Aamir Khan Daughter Ira Khan Wedding Reception: ‘খান’দানি খানাপিনা! আমির-কন্যা ইরার বিয়ের মেনু শুনলে চক্ষু ছানাবড়া, শাহরুখ-সলমন কি নিমন্ত্রিত
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যে রাজস্থানের উদয়পুরে বিয়ে করেছেন ইরা-নূপুর। এবার রিসেপশনের আসর বসবে মুম্বইতে।
advertisement
1/6

দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আমির খানের কন্যা ইরা খান। ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিয়ের আসর, চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে রাজস্থানের উদয়পুরে করেছেন ইরা-নূপুর। এবার রিসেপশনের আসর বসবে মুম্বইতে।
advertisement
2/6
ইরা খানের চোখ ধাঁধানো বিয়ে নিয়ে আলোচনা সর্বত্র। উদয়পুরে বিয়ের অনুষ্ঠানেও ছিল বড় চমক। তবে, মায়ানগরীতে রিসেপশনের আয়োজন করতে চলেছেন আমির খান, রিনা দত্ত-সহ পরিবারের সকলে।
advertisement
3/6
সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশনে উপস্থিত থাকবেন বলিউডের একাধিক তারকা। প্রায় ২৫০০ জনেরও বেশি উপস্থিত ছিলেন। ১৩ জানুয়ারি সন্ধ্যে ৭ টায় শুরু হবে রিসেপশনের অনুষ্ঠান। মেনু থেকে পার্টির সাজসজ্জা, সবেতেই থাকবে বড় চমক।
advertisement
4/6
জানা গিয়েছে, শাহরুখ, সলমন থেকে শুরু করে বলিউডের প্রথম সারীর তারকারা সকলেই উপস্থিত থাকবেন আমির কন্যার রিসেপশনে।
advertisement
5/6
অতিথিদের স্বাগত জানাতে খান পরিবার একটি বিশেষ মেনু কোর্স প্রস্তুত করেছে। এতে ৯ টি ভিন্ন রাজ্যের খাবার রয়েছে। বিশেষ করে সব রাজ্যের ঐতিহ্যবাহী খাবার থাকবে বিশেষ। এর মধ্যে রয়েছে গুজরাতি থেকে মহারাষ্ট্রীয়, সব ধরণের খাবার
advertisement
6/6
জানা গিয়েছে, এনসিএসিসি গ্রাউন্ডে আমির কন্যার গ্র্যান্ড রিসেপশনের আয়োজন হতে চলেছে। আমির খান তাঁর মেয়ে ও জামাইকে আশীর্বাদ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।