Ira Khan Wedding Reception: সচিন থেকে শাহরুখ! তারকাদের ভিড়ে হাজির ভুলে যাওয়া শিল্পীরাও, কিরণ বাদে সপরিবার আমিরের ছবি
- Published by:Teesta Barman
Last Updated:
Ira Khan Wedding Reception: বলিউড জগতের সঙ্গে যুক্ত এমন অনেক শিল্পীকেও দেখা গেল এই পার্টিতে, যাঁরা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। তাঁদের মধ্যে একজন আমিরের ভাগ্নে ইমরান খান। সঙ্গে ছিলেন প্রেমিকা লেখা ওয়াশিংটন।
advertisement
1/14

মুম্বইয়ের বলিপাড়া সরগরম গত কয়েক সপ্তাহ ধরে। আমির খানের কন্যা ইরা খানের বিয়ে বলে কথা। নিজের জিম ট্রেনার নূপুর শিখারের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন বলি তারকা। গত ৩ জানুয়ারি, সইসাবুদ করে বিয়ে সেরেছিলেন যুগলে। তারপর উদয়পুরে খ্রিস্টান মতে ধুমধাম করে বিয়ে হয়।
advertisement
2/14
শনিবার রাতে মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচাব়াল সেন্টারে বসেছিল ইরা ও নূপুরের গ্র্যান্ড রিসেপশন৷ উপচে পড়েছিল বলি তারকাদের ভিড়৷ নবদম্পতিকে আর্শীবাদে ভরিয়ে দিয়েছিলেন বলিউডের লেজেন্ড সায়রা বানু, রেখা, ধর্মেন্দ্র, জয়া বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, শাহরুখ খান, সলমন খান-সহ প্রমুখ৷
advertisement
3/14
লাল লহেঙ্গায় অপরূপ ইরা, কালো শেরওয়ানিতে সুন্দর দেখাচ্ছে আমিরের জামাইকে।
advertisement
4/14
নূপুরের মা, নিজের শাশুড়ির সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন নববধূ।
advertisement
5/14
ফারহান আখতার এবং তাঁর স্ত্রী শিবানি ডান্ডেকরও আমিরের মেয়ের রিসেপশনে উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন ফারহানের বোন পরিচালক জোয়া আখতার।
advertisement
6/14
দুই প্রাক্তন ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুর আলাদা আলাদা এলেন ইরার বিয়েতে। ছবি তুললেন আলাদাই।
advertisement
7/14
বলিউড জগতের সঙ্গে যুক্ত এমন অনেক শিল্পীকেও দেখা গেল এই পার্টিতে, যাঁরা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। তাঁদের মধ্যে একজন আমিরের ভাগ্নে ইমরান খান। সঙ্গে ছিলেন প্রেমিকা লেখা ওয়াশিংটন।
advertisement
8/14
টিভি এবং বড়পর্দার নায়িকা শ্রুতি শেঠ উপস্থিত ছিলেন আমিরের মেয়ের রিসেপশন পার্টিতে। পোজ দিতেও দেখা গিয়েছে স্বামীর সঙ্গে। যদিও দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে রয়েছেন তিনি।
advertisement
9/14
আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও গরহাজির থাকলেও দেখা গেল ইরার সৎ ভাই, কিরণ-পুত্র আজাদ রাও এবং নিজের ভাই জুনেইদ উপস্থিত ছিলেন৷
advertisement
10/14
ইরার বিয়েতে দেখা দিলেন অভিনেতা রণদীপ হুডা। সঙ্গে তাঁর নববধূ লিন।
advertisement
11/14
প্রাক্তন প্রেমিক রহমান শলের সঙ্গে ইরার বিয়ের রিসেপশনে উপস্থিত হয়েছিলেন। সঙ্গে মেয়ে রেনে।
advertisement
12/14
মেয়ে শ্বেতা বচ্চনের সঙ্গে উপস্থিত হলেন জয়া বচ্চন। সোনালি বেন্দ্রে ছবি তুললেন তাঁদের সঙ্গে।
advertisement
13/14
বলিউডে ইরা খানের পার্টিতে দেখা গিয়েছিল 'অ্যানিমাল' অভিনেতা অনিল কাপুরকে। তাঁর সঙ্গে ছবি তুললেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য়।
advertisement
14/14
পার্টিতে উপস্থিত ছিলেন ক্রিকেট বিশ্বের তারকা সচিন টেন্ডুলকারও।