TRENDING:

Aamir Khan-Reena Dutta Wedding : বলি সুপারস্টার হয়েও ১০ টাকায় বিয়ে! আমিরের প্রথম বিয়ের গল্প শুনলে চমকে যাবেন

Last Updated:
Aamir Khan-Reena Dutta Wedding : জানেন কি, বলিউডের সুপারস্টার আমির খান মাত্র ১০ টাকায় বিয়ে সেরেছিলেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তাঁর বিয়ে হয় ১৯৮৬ সালে। কিন্তু সেই সম্পর্ক যদিও শেষমেশ শাশ্বত প্রেমের কথা বলেনি।
advertisement
1/9
বলি সুপারস্টার হয়েও ১০ টাকায় বিয়ে! আমিরের প্রথম বিয়ের গল্প শুনলে চমকে যাবেন
বলি তারকাদের বিয়ে মানেই তো জাঁকজমক। অতিথি সমাগমে, এলাহি খাওয়াদাওয়ায়, রাজকীয় বিয়ের আসরে দুই ভালবাসার মানুষের মিলন ঘটে। অন্যদিকে পকেট থেকে মোটা অঙ্কের টাকা খসতে থাকে।
advertisement
2/9
কিন্তু জানেন কি, বলিউডের সুপারস্টার আমির খান মাত্র ১০ টাকায় বিয়ে সেরেছিলেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তাঁর বিয়ে হয় ১৯৮৬ সালে। কিন্তু সেই সম্পর্ক যদিও শেষমেশ শাশ্বত প্রেমের কথা বলেনি।
advertisement
3/9
বিচ্ছেদ হয়ে যায় ২০০২ সালে। তাঁদের দুই সন্তান ইরা খান এবং জুনেইদ খান এখন মায়ের সঙ্গেই থাকেন। আমির দ্বিতীয় বিয়ে করেন পরিচালক-প্রযোজক কিরণ রাওয়ের সঙ্গে।
advertisement
4/9
কিন্তু আমিরের প্রথম বিয়ের মজাদার গল্প জানেন না অনেকেই। বিয়ের খরচের কথা খোলসা করেছিলেন আমির খোদ। রীনা ছিলেন আমিরের প্রতিবেশী। একাধিক বার নায়কের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি।
advertisement
5/9
তারপর ধীরে ধীরে প্রেমে পড়েন রীনাও। ’৮০-র দশকের শুরুতে তাঁরা প্রেম করতে শুরু করেন। কোর্ট ম্যারেজ করেছিলেন রীনা-আমির। গোপনে বিয়ে সেরেছিলেন দুই তারকা।
advertisement
6/9
আমিরের কথায়, ‘‘তিন জন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করেছিলাম আমরা। আমাদের বিয়েটা খুবই কম খরচে হয়েছিল। ২১১ বাস ধরে ৫০ পয়সার ভাড়া দিয়ে রেজিস্ট্রারের অফিসে পৌঁছেছিলাম।’’
advertisement
7/9
‘‘বান্দ্রা স্টেশনে নেমে ব্রিজ পারাপার করে পশ্চিম থেকে পূর্বে পৌঁছাই। হেঁটে হেঁটে হাইওয়ে অবধি পৌঁছে সেটিও পার করি। গৃহ নির্মাণ ভবনে প্রবেশ করি। সেখানেই ম্যারেজ রেজিস্ট্রারের অফিস।’’
advertisement
8/9
‘‘সুতরাং সব মিলিয়ে ১০ টাকারও কম খরচ হয় আমার বিয়েতে।’’ রীনার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ‘কফি উইথ করণ ৬’-এ আমির বলেন, ‘‘রীনা আর আমার বিচ্ছেদের সময়ে খুবই যন্ত্রণা পেয়েছিলাম।
advertisement
9/9
‘‘শুধু আমাদের জন্য নয়, গোটা পরিবারের জন্যেও। কিন্তু বিচ্ছেদের পরেও একে অপরের জন্য শ্রদ্ধা ও ভালবাসা ছিল ভরপুর। তাই যতটা সুন্দর ভাবে সম্ভব পরিস্থিতি সামাল দিয়েছিলাম আমরা।’’
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aamir Khan-Reena Dutta Wedding : বলি সুপারস্টার হয়েও ১০ টাকায় বিয়ে! আমিরের প্রথম বিয়ের গল্প শুনলে চমকে যাবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল